শ্বেতা মিত্র, কলকাতাঃ সাধারণ রেল যাত্রীদের ভোগান্তি যেন থামারই নাম নিতে চাইছে না। নতুন করে রেলের এক সিদ্ধান্তে নতুন করে মাথায় কার্যত বাজ ভেঙে পড়তে চলেছে নিত্য অফিস যাত্রী থেকে শুরু করে সকলের। আসন্ন ঘূর্ণিঝড় ‘ডানা’-র জেরে হাই অ্যালার্ট মোডে রয়েছে ওড়িশা থেকে শুরু করে বাংলার সরকার। ইতিমধ্যে আসো নাই ঘূর্ণিঝড় একটু পাবে বহু জায়গায় ট্রেন বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফে। শিয়ালদা ডিভিশন থেকে শুরু করে হাওড়া, ডিভিশন, শালিমার, সাঁতরাগাছি এবং অন্যান্য জায়গায় বহু ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। তবে এবার শিয়ালদা ডিভিশনের বহু লোকাল ট্রেন বাতিল করে দেওয়া হল।
শিয়ালদা লাইনে বাতিল বহু লোকাল ট্রেন | Local Trains Cancelled In Sealdah South |
জানা গিয়েছে, শিয়ালদা দক্ষিণ শাখায় ১৪ ঘণ্টা ট্রেন পরিষেবা পুরোপুরি বন্ধ থাকবে। হ্যাঁ ঠিকই শুনেছেন। শিয়ালদা দক্ষিণ এবং শিয়ালদা-বারাসত-হাসনাবাদ শাখায় লোকাল ট্রেন পরিষেবা বন্ধ রাখা হয়েছে। টানা ১৪ বন্ধ থাকবে পরিষেবা বলে জানানো হয়েছে শিয়ালদার ডিভিশনার রেলওয়ে ম্যানেজার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজের তরফে।
কোন কোন ট্রেন বাতিল থাকবে
১) পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আগামী বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ৮ টা থেকে আগামী শুক্রবার (১২৫ অক্টোবর) সকাল ১০টা পর্যন্ত শিয়ালদা দক্ষিণ শাখা থেকে কোনও ট্রেন ছাড়বে না।
২) একইভাবে বৃহস্পতিবার রাত ৮ টা থেকে শুক্রবার সকাল ১০ টা পর্যন্ত শিয়ালদা-বারাসত-হাসনাবাদ শাখায় পরিষেবা বন্ধ থাকবে।
৩) অন্যদিকে, শিয়ালদা দক্ষিণ শাখার যে প্রান্তিক স্টেশনগুলি আছে, সেখান থেকে আরও আগেই লোকাল ট্রেন ছাড়া বন্ধ হয়ে যাবে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা থেকে শুক্রবার সকাল ৯ টা পর্যন্ত ট্রেন ছাড়বে না।
ধেয়ে আসছে ‘ডানা’
বঙ্গোপসাগরে তৈরী হওয়া নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘ডানা’য় পরিণত হবে। এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ২৪ অক্টোবর সকালে উত্তর বঙ্গোপসাগরে আঘাত হানবে। এরপরে এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ২৪ অক্টোবর রাতে বা ২৫ অক্টোবর ভোরের দিকে ওড়িশার পুরী এবং বাংলার সাগর দীপপুঞ্জের মধ্যবর্তী উপকূল অতিক্রম করবে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটারের আশপাশে থাকতে পারে।
স্কুল-কলেজ বন্ধ, রাষ্ট্রপতির সফর বাতিল
আসন্ন এই ঘূর্ণিঝড়ের আশঙ্কায় ওড়িশার স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে। আগামী ২৬ অক্টোবর পর্যন্ত সরকারি চাকরিজীবীদের ছুটি বাতিল করা হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে ২৩ থেকে ২৫ অক্টোবরের মধ্যে ওড়িশার উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কারণে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর তিন দিনের ওড়িশা সফরও স্থগিত করা হয়েছে।