বকেয়া DA না মেলার জের, বড়সড় অ্যাকশন সরকারি কর্মীদের! কাঁপবে নবান্ন

Published on:

nabanna mamata da

শ্বেতা মিত্র, কলকাতাঃ DA বা মহার্ঘ ভাতা নিয়ে বাংলায় যেন বিতর্ক কাটতেই চাইছে না। এবারও তার ব্যতিক্রম ঘটল না। আজ মঙ্গলবার রাজ্য সরকারি কর্মীরা এমন এক কর্মসূচি গ্রহণ করেছে যার পরে সরকার যথেষ্ট অস্বস্তির মুখে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। সাম্প্রতিক কেন্দ্রীয় সরকারের তরফে  ৩ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছে। যারা কেন্দ্রীয় সরকারের অধীনে চাকরি করেন তাদের রীতিমতো পোয়াবারো হয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বর্তমানে লক্ষ লক্ষ সরকারি কর্মী থেকে শুরু করে অবসরপ্রাপ্ত ব্যক্তিরা কেন্দ্রে তরফে ৫৩ শতাংশ হারে ডিএ এবং মহার্ঘ্য ভাতা পাবেন। এদিকে বছরে পর বছর ধরে বঞ্চিত রয়ে গিয়েছেন বাংলার সরকারি কর্মীরা। পশ্চিমবঙ্গ সরকারের তরফে মহার্ঘ্য ভাতার পরিমান বাড়ানো হলেও তা কেন্দ্রের মতো নয় কেন তা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। আবারো সেই প্রশ্ন তুলে এবং একাধিক দাবিকে ঘিরে আজ মঙ্গলবার রাস্তায় নামতে চলেছেন বহু সরকারি কর্মী।

চরম পদক্ষেপ সরকারি কর্মীদের

জানা গিয়েছে, সর্বভারতীয় মূল্যসূচক বা AICPI অনুযায়ী মহার্ঘ ভাতা প্রদান-সহ একগুচ্ছ দাবিতে মঙ্গলবার সরকারি দফতরে কর্মবিরতি পালন করবে সংগ্রামী যৌথ মঞ্চ। এই সংগ্রামী যৌথ মঞ্চ মাসের পর মাস ধরে রোদ, জল, ঝড় রীতিমতো উপেক্ষা করে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখেই চলেছে। শুধু তাই নয় কয়েক মাস আগে নবান্ন অভিযান অব্দি করা হয়েছিল মঞ্চের তরফে। তবে সরকারের তরফে কোনওরকম পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ফের কর্মবিরতি

রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনের তরফে জানানো হয়েছে যে দু’ঘণ্টার কর্মবিরতি পালন করা হবে। বেলা ১২ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত কর্মবিরতি চলবে বলে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে জানানো হয়েছে। আজকের কর্মসূচি প্রসঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে জানানো হয়েছে, ‘সর্বভারতীয় মূল্যসূচক অনুযায়ী বকেয়া ডিএ প্রদান, ছয় লাখ শূন্যপদে স্বচ্ছভাবে স্থায়ী নিয়োগ, যোগ্য অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ, সরকারি দফতরে থ্রেট কালচারের বিরুদ্ধে, অভয়াদের ন্যায়বিচারের দাবিতে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে।’

যত সময় এগোচ্ছে ততই কেন্দ্রীয় সরকারের কর্মীদের সঙ্গে বাংলা সরকারি কর্মীদের ডিএ-র ফারাক ততই বেড়ে চলেছে। রীতিমতো তা চোখে পড়ার মতো। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার ফারাক বেড়ে দাঁড়িয়েছে ৩৯ শতাংশ।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group