ফের ভোগান্তি! সপ্তাহান্তে হাওড়া, শিয়ালদা থেকে একগুচ্ছ ট্রেন বাতিল করল পূর্ব রেল, দেখুন তালিকা

Published on:

howrah sealdah local train

শ্বেতা মিত্র, কলকাতাঃ নতুন বছর শুরু হওয়ার আগেই ফের একবার চরম ভোগান্তির শিকার হতে চলেছেন সাধারণ রেলযাত্রী। বিশেষ করে আপনিও যদি হাওড়া ডিভিশনের নিত্যযাত্রী হয়ে থাকেন তাহলে আগামী কয়েকদিনের মধ্যেই আপনিও সমস্যার মুখে পড়তে চলেছেন। কারণ হাওড়া ডিভিশনে নতুন করে নন ইন্টারলকিং কাজের জন্য বহু ট্রেন বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। হ্যাঁ ঠিকই শুনেছেন। ইতিমধ্যে এই মর্মে পূর্ব রেলের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আর এই বিজ্ঞপ্তি দেখেই রীতিমতো রাতের ঘুম উড়ে গিয়েছে সাধারণ রেল যাত্রীদের। আপনিও কি জানতে ইচ্ছুক যে রেলের তরফে কী বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং কোন কোন ট্রেন বাতিল থাকবে? তাহলে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বিজ্ঞপ্তি জারি পূর্ব রেলের

পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আর এই বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন এসএফএস সাইডিং নির্মাণ এবং বর্তমান ইলেকট্রনিক ইনটারলকিং পরিবর্তন করে ইউটি সিএল সাইডিং প্রান্তে ট্রেন পৌঁছানোর জন্য হাওড়া ডিভিশনের জনাই রোডে আগামী শনিবার অর্থাৎ ১৪ ই ডিসেম্বর থেকে ১৬ই ডিসেম্বর সোমবার অবধি নন ইন্টারলকিং কাজ করা হবে।

কোন কোন ট্রেন বাতিল থাকবে?

বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ১৪ ও ১৫ ডিসেম্বর অফ কর্ড লাইনে হাওড়া বর্ধমান রুটে ট্রেন নম্বর ৩৬৮১১, ৩৬৮১৭, ৩৬৮২৭, ৩৬৮৫৫, ৩৬৮২৩ ও ৩৬৮৫১। হাওড়া মশাগ্রাম রুটে যে যে ট্রেন বাতিল থাকবে সেগুলি হল ৩৬০৮১৩৬০৮৩ ৩৬০৮৫ ও ৩৬০৮৭। হাওড়া-গুড়াপের দিকে যে ট্রেন বাতিল থাকবে সেটি হল ৩৬০৭১। হাওড়া চন্দনপুর রুটে যে যে ট্রেনগুলি বাতিল থাকবে সেগুলি হল ৩৬০৩১, ৩৬০৩৩, ৩৬০৩৫ ও ৩৬০৩৭। বাতিল থাকবে ৩৬০১১। এ ছাড়া শিয়ালদা রুটে যে ট্রেন বাতিল থাকবে সেগুলো হল শিয়ালদা বারুইপাড়া ট্রেন নাম্বার ৩২৪১১, ৩২৪১৩। ডাউন কর্ড লাইনের বর্ধমান হাওড়া রুটে যে ট্রেনগুলি বাতিল থাকবে সেগুলি হল ৩৬৮১২, ৩৬৮১৪, ৩৬৮১৮, ৩৬৮৩৮, ৩৬৮৫২ ও ৩৬৮৫৬।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

চন্দনপুর হাওড়া রুটে বাতিল থাকবে ৩৬০৩২,৩৬০৩৪, ৩৬০৩৬ ও ৩৬০৩৮। গুড়াপ-হাওড়ার মধ্যে বাতিল থাকবে ৩৬০৭২। মশাগ্রাম হাওড়া রুটে বাতিল থাকবে ৩৬০৮২, ৩৬০৮৪, ৩৬০৮৬ ও ৩৬০৮৮। বারুইপাড়া-হাওড়া রুটে বাতিল থাকবে ৩৬০১২। বারুইপাড়া শিয়ালদা বাতিল থাকবে ৩২৪১২ ও ৩২৪১৪।  এছাড়াও বাতিল থাকবে ৩৭২৪৩, ৩৭২৪৫, ৩৭২৮৩, ৩৭৬৫৫, ৩৭০৫৯, ৩৭২১৬ ৩৭২২২, ৩৭২৪০, ৩৭৬৫৬, ৩৭০৬০ ৩৬৮১১, ৩৬০৮১, ৩৬০৭১, ৩৬৮১২, ৩৬০৮২ ও ৩৬০৭২।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group