সহেলি মিত্র, কলকাতাঃ সোমবার সারা রাত একটানা বৃষ্টির ফলে জলমগ্ন গলি, রাস্তা, ট্রেন লাইন। বাড়ি থেকে বেরিয়ে চরম হয়রানির মুখে পড়তে হয়েছে নিত্য অফিসযাত্রী থেকে শুরু করে আরও অন্যান্যদের। বিশেষ করে যারা ট্রেনে করে যাতায়াত করেন তাঁদের আজ মঙ্গলবার রীতিমতো কালঘাম ছুটে গিয়েছে। জানা গিয়েছে, অতি বৃষ্টির ফলে পূর্ব রেলের (Eastern Railway zone) হাওড়া ব্যান্ডেল শাখায় ট্রেন চলাচলে সমস্যা হচ্ছে। আপনিও কি ব্যান্ডেল শাখার ট্রেনে যাতায়াত করবেন বলে ভাবছেন? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।
ভারী বৃষ্টিতে শিয়ালদা, হাওড়ায় থমকাল রেল পরিষেবা
জানা গিয়েছে, কারশেডে জল জমে যাওয়ার কারণে ট্রেন স্টেশনে ঢুকতে যথেষ্ট দেরি হচ্ছে। সিগন্যাল সিস্টেম কাজ না করায় এই বিভ্রাট বলে দাবি করা হচ্ছে। সকাল থেকেই রীতিমতো দুর্ভোগের মুখে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। তবে এখানেই শেষ নয়, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই সমস্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। অনেকে আবার ট্রেন না ধরে বাস বা অন্যান্য যানবাহনের ওপর ভরসা রাখছেন। এদিকে আজ সকাল থেকেই আকাশে কালো মেঘের ঘনঘটা। বৃষ্টি কিন্তু থামেনি, অনবরত তা হয়েই চলেছে।
জানা গিয়েছে, শিয়ালদহ স্টেশনের কাছে রেললাইনে জল জমে গিয়েছে। তার জেরে সকাল থেকে ব্যাহত ট্রেন চলাচল। লাইনে জল জমে থাকার কারণে চক্ররেলের আপ এবং ডাউন লাইনের পরিষেবা আপাতত বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন পরিষেবা। এদিকে এহেন ঘটনার জেরে মাথায় হাত পড়েছে সাধারণ রেল যাত্রীদের। রাতভর বৃষ্টিতে হাওড়া ইয়ার্ড, শিয়ালদহ দক্ষিণ ইয়ার্ড, চিৎপুর উত্তর কেবিন-সহ বেশ কিছু কারশেড জলমগ্ন হয়ে পড়েছে। পাম্প করে সেই জল বের করার চেষ্টা হচ্ছে বলে খবর। মেট্রো লাইনেও জল ঢুকে যাওয়ায় বেশ কিছু মেট্রো দেরিতে চলছে।
বিপাকে সাধারণ মানুষ
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই বৃষ্টির গতিবেগ যদি আরও বাড়ে তাহলে আর রক্ষে থাকবে না। ইতিমধ্যে কলকাতা শহরের বহু জায়গা জলমগ্ন। জল ঠেঙিয়ে রাস্তাতেও সাবধানে চলাফেরা করতে হচ্ছে সাধারণ মানুষকে। বিগত ৬ ঘণ্টায় নাকি শুধুমাত্র কলকাতাতেই ২৫০ মিমি বৃষ্টি হয়েছে, যা কিনা কিছু বছরের মধ্যে রেকর্ড। সামনেই রয়েছে পুজো। আর পুজোর সময়ে বঙ্গোপসাগরে আবার তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। এটি আবার কিছু ঘণ্টার মধ্যে নিম্নচাপের সৃষ্টি হতে পারে বলে আশঙ্কাপ্রকাশ করেছেন আলিপুর আবহাওয়া দফতরের বিজ্ঞানীরা।