সহেলি মিত্র, কলকাতা: উদ্বোধনের আগেই দিঘার জগন্নাথ মন্দিরের (Digha Jagannath Mandir) অদূরে ঘটে গেল বড় ঘটনা, যা সবাইকে অবাক করে রেখে দিয়েছে। কেউ হয়তো ভাবতেও পারেনি এমনটা ঘটবে। আর মাত্র কয়েকদিনের মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার কথা রয়েছে। প্রস্তুতি একদম তুঙ্গে। তবে তার মাঝেই মন্দিরের অদূরে ভেঙে পড়ল বিশাল লাইট গেট। এমনকি এই লাইটের তলায় চাপা পড়ে গিয়েছে দুটি টোটো। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য
জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার আগে বিপত্তি!
আসলে শনিবার রাতে আচমকা ওঠা ঝড়ে তছনছ হয়ে গিয়েছে দিঘার একাংশ। বাদ যায়নি মন্দিরও। এদিনের ঝড়ে ভেঙে পড়ল জগন্নাথ মন্দিরের অদূরে তৈরি অস্থায়ী লাইটের গেট। এ দিন রাত ১০টা নাগাদ আচমকা ওল্ড দিঘার নেহরু মার্কেটের সামনে ভেঙে পড়ে লাইটের গেট। এখানেই শেষ নয়, ঘটনার সময়ে রাস্তার উপর দিয়ে যাচ্ছিল দুটি টোটো। লাইটের গেটের কাঠামোয় চাপা পড়ে যায় টোটোগুলি। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
বর্তমান সময়ে দিঘার জগন্নাথ মন্দিরকে ঘিরে সাজো সাজো রব হয়ে রয়েছে। বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যেই আসতে শুরু করেছেন পর্যটকরা। এদিকে মন্দির দেখে সকলেরই চোখ রীতিমতো ছানাবড়া হয়ে গিয়েছে। আগামী ৩০ এপ্রিল অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার কথা রয়েছে। দিঘায় এই মন্দির নির্মাণের ফলে পর্যটন শিল্প এবং বাংলার অর্থনীতি হবে আরও শক্তিশালী হবে বলে মত অনেকের। এমনকি এই মন্দিরের টানে আগের থেকে আরও বেশি বেশি পর্যটক দিঘায় আসবেন বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ দার্জিলিং যান এই পথ ধরে, সৌন্দর্যে চোখ ধাঁধিয়ে যাবে আপনারও
কবে খুলবে মন্দিরের দরজা?
এখন নিশ্চয়ই ভাবছেন যে কবে থেকে সাধারণ মানুষ এই মন্দিরে প্রবেশ করতে পারবেন? দিঘায় ২২ একর জমির উপর বিস্তৃত এই প্রকল্পটি ২০২২ সালে শুরু হয়। মন্দির নির্মাণের আনুমানিক খরচ প্রায় ২৫০ কোটি টাকা। জগন্নাথ মন্দির আগামী ৩০শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল ৩ টে ১০ মিনিটে নিয়ম মেনে হবে দ্বারোদ্ঘাটন। উপস্থিত থাকবেন পুরীর পুরোহিত রাজেশ দ্বৈতাপতি। যদিও ২৯ এপ্রিল, মঙ্গলবার অনুষ্ঠিত হতে চলেছে মহাযজ্ঞ। মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন ৩০ এপ্রিল।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |