তিলপাড়া ব্যারেজে ফাটল, গর্ত! অনির্দিষ্ট কালের জন্য ভারী যান চলাচল বন্ধ করল প্রশাসন

Published on:

tilpara barrage

সহেলি মিত্র, কলকাতা: বাংলায় জাঁকিয়ে বসেছে বর্ষা। জায়গায় জায়গায় চলছে দুর্যোগ, বন্যা। এরই মাঝে একটি ঘটনাকে ঘিরে ঘুম উড়ল প্রশাসনের। ফাটল দেখা দিল বাংলার এক বিখ্যাত ব্যারেজে। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। আজ কথা হচ্ছে তিলপাড়া ব্যারেজ (Tilpara Barrage) নিয়ে। এটি বীরভূম জেলায় অবস্থিত। প্রতিদিন এই ব্যারেজের ওপর দিয়ে কয়েক হাজার গাড়ি চলাচল করে। তবে এবার এই ব্যারেজের ওপর নিয়ে অনির্দিষ্টকালের জন্য ভারী যান চলাচল নিষিদ্ধ করল প্রশাসন। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

তিলপাড়া ব্যারেজে ফাটল!

আসলে তিলপাড়া ব্যারেজের পিলারে নাকি বেশ কিছু ফাটল ও গর্ত দেখা দিয়েছে। আর এই ঘটনাই উদ্বেগ বাড়িয়েছে প্রশাসনের। ফলে আগামী দিনে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে আপাতত এই ব্যারেজের ওপর দিয়ে ভারী যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। যদিও কিছু গাড়ির ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা নয়।

আরও পড়ুনঃ ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ ক্যাম্পে মিলবে ১৬টি পরিষেবা, কী কী? জানাল নবান্ন

জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, শুধুমাত্র ছোট চারচাকা গাড়ি ও বাইক চলাচল করতে পারবে। ফাঁকা বাস চলার ক্ষেত্রে কিছুটা ছাড় রয়েছে। তবে ভারী যান চলাচল একদম করতে পারবে না। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে ফেলেছেন জেলা পুলিশ সুপার আমনদীপ । তিনি জানান, ‘‘ভারী গাড়ি ঘুরপথে চালানো হবে। ইতিমধ্যেই যেগুলি সেতুর কাছে চলে এসেছে, সেগুলি ঘুরিয়ে দেওয়ার কাজ শুরু হয়েছে।’’

বন্ধ ভারী যান চলাচল

স্বাভাবিকভাবেই এই ঘটনা যেমন ভয়ের, ঠিক তেমনই যান চলাচল হবে না, এটার ফলে অনেকে সমস্যার মুখে পড়বেন। অন্যদিকে প্রশাসন সূত্রের খবর, ব্যারাজের নীচে থেকে বালি-মাটি সরে গিয়ে তৈরি হয়েছে গর্ত। জল ছাড়ার কাজ শুরুর পরই ক্ষতিগ্রস্ত হয়েছে সংস্কারের কাজ। ব্যারাজের পিলারেও একাধিক ফাটল ধরা পড়েছে। শুক্রবার পরিস্থিতি খতিয়ে দেখেন রাজ্য সেচ দফতরের চার সদস্যের প্রতিনিধি দল। চিফ ইঞ্জিনিয়ার দেবাশিস সেনগুপ্ত জানান, “অবস্থা ভালো নয়। বেড অনেকটাই নীচে নেমে গিয়েছে, সেটা পূরণ করাটাই এখন বড় চ্যালেঞ্জ।’’

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥