একেতেই চাকরি বাতিল তার উপর নেই পর্যাপ্ত শিক্ষক! একাদশে ভর্তি নেওয়া বন্ধ করল স্কুল

Published:

sri marwari school
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: স্কুলে নেই পর্যাপ্ত শিক্ষক! তাই এবার সেই দোহাই দিয়ে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পড়ুয়া ভর্তি বন্ধ করল আসানসোলের (Asansol) ৭৫ বছরের ঐতিহ্যবাহী স্কুল শ্রী মারোয়ারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। গত এপ্রিলে সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে দেওয়া হয়। আর সেই নির্দেশেই এবার রাজ্যের শিক্ষা ব্যবস্থার উপর পড়ল ঘন কালো ছায়া। মাথায় বাজ পড়ল পড়ুয়া এবং অভিভাবকদের। চিন্তিত গোটা শিক্ষাব্যবস্থা। আর এই শিক্ষার হাল দেখে ফের শুরু হল রাজনৈতিক তরজা।

ঘটনাটি কী?

সম্প্রতি আসানসোলের শ্রী মারোয়ারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেই বিজ্ঞপ্তি সূত্রে জানানো হয়েছে, “২০২৫-’২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে নতুন করে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে না। কারণ স্কুলে পর্যাপ্ত শিক্ষক নেই।” আর এই বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসতেই রীতিমত হই হট্টগোল শুরু হয়ে যায় এলাকা জুড়ে। জানা গিয়েছে স্কুলে অনুমোদন করা হয়ে থাকে ৩০ জন শিক্ষক শিক্ষিকা। কিন্তু শ্রী মারোয়ারি উচ্চ মাধ্যমিক স্কুলে রয়েছেন ১২ জন শিক্ষক। তার উপর দু’জনের চাকরি চলে গিয়েছে। আর এই দুজনের মধ্যে একজন পদার্থবিদ্যার, অন্যজন ইংরাজির শিক্ষক। যা নিয়ে এবার প্রবল সমস্যায় পড়ল গোটা স্কুল।

কী বলছেন টিচার ইনচার্জ?

এই প্রসঙ্গে টিচার ইনচার্জ দীপিকা রায় জানিয়েছেন যে, আমাদের এই স্কুলে ১২ জন শিক্ষকের মধ্যে সুপ্রিম কোর্টের প্যানেল বাতিলের নির্দেশে দু’জনের চাকরি চলে গিয়েছে। যদিও আদালতের নির্দেশে তাঁরা ডিসেম্বর পর্যন্ত স্কুলে আসবেন ঠিকই। কিন্তু এর পরে কী হবে? এদিকে যেই দুই শিক্ষকের চাকরি গিয়েছে, তাঁরা দুজনেই একাদশ ও দ্বাদশ শ্রেণিতে পড়তেন। এমনকি নতুন করে কোনও শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয়নি। এই অবস্থায় শিক্ষকের ঘাটতি থেকে গিয়েছে। আর সেই কারণেই একাদশ শ্রেণিতে এবার ভর্তি নেওয়া সম্ভব হচ্ছে না বলে স্কুলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

আরও পড়ুন: মাসের শুরুতেই এক্সট্রা ছুটির ঘোষণা রাজ্যের! শুধু এই সরকারি কর্মীরাই পাবেন সুবিধা

অন্যদিকে আসানসোলের এই স্কুলের সিদ্ধান্তে জেলা স্কুল শিক্ষা পরিদর্শক সৌমেন লাহা জানিয়েছেন যে, “এই ভাবে কোনো উচ্চ বিদ্যালয়ে একাদশ এবং দ্বাদশ শ্রেণী কক্ষ বন্ধের নিয়ম নেই। তাই এই নিয়ে রিজিওন্যাল কাউন্সেলিংয়ের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছি কীভাবে একাদশ ও দ্বাদশ শ্রেণি চালু করা যায়। দরজার পড়লে অস্থায়ী শিক্ষক নিয়োগের পরিকল্পনা করা হচ্ছে।” এদিকে বিদ্যালয়ের এই আচমকা নেওয়া সিদ্ধান্তে বেশ সমস্যায় পড়েছে পড়ুয়ারা এবং অভিভাবকদের একাংশ। নতুন স্কুলে ভর্তি হওয়ার চেষ্টা করছেন তাঁরা।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join