VIP রোড, চিনার পার্কে আর জমবে না জল, জল যন্ত্রণা কাটাতে দারুণ প্রস্তাব পুরসভায়

Published on:

kolkata waterlogging

প্রীতি পোদ্দার, কলকাতা: বর্ষা এলেই জলমগ্ন হয়ে পড়ে কলকাতার (Kolkata) বিভিন্ন অংশ। অল্প বৃষ্টিতেই জল উঠে যায় আর বেশি বৃষ্টি হলে তো কোনো কথাই নেই। অবশ্য এই চিত্র কলকাতাবাসীর কাছে নতুন নয়। গত সপ্তাহে ঘুর্নিঝড় ডানার প্রভাবে যে মুষলধারায় বৃষ্টি হল তাতে উত্তর থেকে দক্ষিণ কলকাতার বেশ কিছু রাস্তায় জল জমে রয়েছে VIP রোড বা চিনার পার্ক সব রাস্তা জলের তলায়। অফিস যাত্রার সময় এই জলযন্ত্রনায় রীতিমত বিরক্ত সকলে। আর তাই এবার নয়া পদ্ধতি অবলম্বন করতে চলেছে প্রশাসন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

পুজোর আগে বৈঠক বিধানসভার পুরসভা ও পূর্ত দফতরের!

প্রতিবার কিছুক্ষণ বৃষ্টি হলেই ভিআইপি রোডের হলদিরাম এলাকা পুরোপুরি জলে ডুবে যায়। যার জেরে নিকাশি ব্যবস্থার বেহাল দশার কারণে জল দ্রুত নামতেও সময় নেয় প্রচুর। যার ফলে দোষ পড়ে এক অপরের ঘাড়ে। বিধানসভার পুরসভা ও পূর্ত দফতরের আধিকারিকেরা জানাচ্ছেন, দুর্গাপুজোর আগে, পুলিশ ও সেচ দফতরের কর্তারা মিলে বৈঠকে বসেছিলেন। সেখানে হলদিরাম এলাকার জল-যন্ত্রণা নিয়ে আলোচনা হয়। তাই পুজোর আগে সমস্যা মেটাতে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ভিআইপি রোডের নীচ দিয়ে বা চিনার পার্কের নীচ দিয়ে ওই জল নামানো হবে। তার জন্য গঠন করা হবে বিকল্প নিকাশি নালা। এ বিষয়ে বিধাননগর পুরসভার তরফে পূর্ত দফতরকে প্রস্তাবও দেওয়া হয়েছে।

চিনার পার্কের নীচ দিয়ে বিকল্প নিকাশি নালা

এছাড়াও সূত্রের খবর এই সিদ্ধান্তে আধিকারিক মহলের একাংশ জানিয়েছিল যে, জনসংখ্যার তুলনায় ওই দুই এলাকার নিকাশি নালাগুলির জল বহন ক্ষমতা অনেকটাই কম। সেই সঙ্গে গড়িয়া- বিমানবন্দর মেট্রোর নির্মাণকাজের জন্য নিকাশি নালার মুখ অধিকাংশ জায়গায় বন্ধ হয়ে গিয়েছে। তাই জমা জল বার করতে ভিআইপি রোড বা চিনার পার্কের নীচ দিয়ে নিকাশি নালা তৈরি করতে হবে। এর ফলে ভবিষ্যৎ এ বৃষ্টি হলেও কোনো জল যন্ত্রণায় ভুগতে হবে না সাধারণ জনগণকে। পাশপাশি যানজট আর তৈরি হবে না। ইতিমধ্যেই উপরমহলে পাঠানো হয়েছে সেই তথ্য। এবার অপেক্ষা শুধু কর্তৃপক্ষের নির্দেশের।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group