রানীগঞ্জে নামি কোম্পানির লেবেল দিয়ে ভেজাল তেল বিক্রি! কারখানায় ঢুকেই অবাক পুলিশ

Published:

Raniganj
Follow

প্রীতি পোদ্দার, রানীগঞ্জ: রাজ্য জুড়ে যেমন চলছে দুর্নীতি, ঠিক তেমনই রমরমিয়ে বিকোচ্ছে ভেজাল জিনিসপত্র। বহু নিষেধাজ্ঞা সত্ত্বেও লুকিয়ে লুকিয়ে ভেজাল সরষের তেলের কারবার এখনও চলছেই। যেখানে কেন্দ্রীয় সরকার আইন করে সরষের তেলের সঙ্গে ভেজাল নিষিদ্ধ করেছে সেখানে এখনও ভেজাল তেল, ব্লেনডেড তেল বাজারে বিক্রি হচ্ছে। অন্যদিকে প্রশাসনিক কড়াকড়ি সেরকম নেই বললেই চলে। এমতাবস্থায় রানীগঞ্জে (Raniganj) ঘটল আরেক ঘটনা। নামী কোম্পানির লেবেল লাগিয়ে বিক্রি করা হচ্ছে ভেজাল সরষের তেল।

রানীগঞ্জে বিক্রি হচ্ছে ভেজাল সরষের তেল

স্থানীয় রিপোর্ট অনুযায়ী, বিগত বেশ কয়েকদিন ধরেই চলছিল রানীগঞ্জের মোদি ওয়েল মিলে নকল রান্নার তেলের ব্যবসা। নামী ব্র্যান্ড ‘Fortune’ এর স্টিকার লাগিয়ে সাধারণ মানুষকে বোকা বানিয়ে তেলে মেশানো হচ্ছিল ভেজাল। আর সেই তেল বাজারে বেশ ফলাও করে বিক্রিও হচ্ছিল। কিন্তু সম্প্রতি সেই চক্র ফাঁস করল পুলিশ। গতকাল অর্থাৎ শুক্রবার, গোপন সূত্রে খবর পেয়ে আইপি ইনভেস্টিগেশন ও রানীগঞ্জ থানার পুলিশের যৌথ অভিযানে ধরা পড়লো এক চাঞ্চল্যকর কারবার। কারখানায় ঢুকে তেলের ড্রাম গুলোর ছিল খুলে চেক করা হয়। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ নকল রান্নার তেল এবং ভেজাল মিশ্রিত সরষের তেল।

১০২ টি তেলের ডাব্বা বাজেয়াপ্ত

আইপি ইনভেস্টিগেশনের তরফে জানানো হয়েছে, “প্রায় ১০২ টিন ফরচুন কোম্পানির সর্ষের তেল রাখা টিনের ডাব্বা বাজেয়াপ্ত করা হয়েছে। যদিও ওই তেল মিলের মালিক ঘটনাস্থল ছেড়ে চম্পট দিয়েছে। প্রথমে গোপন সূত্রে এই খবর মেলার পর তারা স্থানীয় মার্কেটে খোজ তল্লাশি করে জানতে পারেন অনেক কিছু। এরপর পুলিশ প্রশাসনের কাছে এ বিষয়ে সবটা জানালে রানীগঞ্জ থানার ইন্সপেক্টর বিকাশ দত্ত এ বিষয়ে দ্রুত পদক্ষেপ করে রানীগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর এমডি পারবেজের সঙ্গেই বেশ কিছুজন পুলিশ আধিকারিক কে পাঠিয়ে এই বিশেষ অভিযান চালায় এবং আমরা সফল হই।”

আরও পড়ুন: KKR থেকে বাদ পড়া প্রায় নিশ্চিত এই তারকাদের! তালিকায় বড় বড় নাম

উল্লেখ্য, লিগ্যাল টিমের সদস্যরা দাবি করছেন যে প্রতারকরা ফরচুন কোম্পানির দুটি ব্র্যান্ডের তেলের টিনের ডিব্বা নিয়ে তারই মধ্যে তেল ভরে তা বাজারজাত কোর্ট যার মাধ্যমে অনেকেই সেই তেল ফরচুন সংস্থার তেল বলে মনে করে সহজেই তা কিনে নিতেন যেটা সম্পূর্ণভাবে বেআইনি ও আইন বিরুদ্ধ। ইদানিং রানিগঞ্জ এলাকার বেশ কিছু অংশে ভেজাল তেলের রমরমা বেড়েছে, তবে প্রশাসনের তরফে জানানো হয়েছে শীঘ্রই এই ভেজাল চক্র দূর করতে বড় পদক্ষেপ নেওয়া হবে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join