মেয়েদের কাছে ঘেঁষতে পারবে না ধর্ষক, দুর্গাপুরের যুবক বানাল অভিনব বৈদ্যুতিক টিজার গান

Published:

Durgapur
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমানে দুর্গাপুর (Durgapur) গণধর্ষণ কাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি। তারই মধ্যে মহিলাদের আত্মরক্ষার কথা মাথায় রেখে দুর্গাপুরের এক যুবক গড়ে ফেললেন অভিনব বৈদ্যুতিক টিজার গান। মূলত ছোটবেলা থেকেই যান্ত্রিক বিভিন্ন জিনিসপত্র নিয়ে নিত্য নতুন বানানোর নেশায় মগ্ন ওই যুবক। আর সেই ভাবনা থেকেই পরীক্ষা-নিরীক্ষা করে মেডিকেল কলেজের পড়ুয়া গণধর্ষণের ঘটনায় ক্ষুব্ধ হয়েই তার এর অভিনব আবিষ্কার।

কে ওই যুবক?

স্থানীয় রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, দুর্গাপুরের ৩৫ নম্বর ওয়ার্ডের দুবচুরুবিয়া এলাকার বাসিন্দা ছোটন ঘোষ, যার বয়স ৩০। তিনি পেশায় একজন ফুলের সাজসজ্জার ব্যবসায়ী। পরিবারের আর্থিক অনটনের কারণে মাধ্যমিকের পর আর পড়াশোনা করা হয়নি। তবে ছোট থেকেই বিভিন্ন রকম জিনিসপত্র তৈরি করতে আগ্রহ তার। বাবার গ্যারেজে শখের বসেই নানারকম পরীক্ষা নিরীক্ষা শুরু করেছিল সে। তারপর তার হাত থেকে একের পর এক অভিনব আবিষ্কার বেরিয়েছে।

জানা যাচ্ছে, ওই যুবক কয়েক বছর আগে একটি ১০ সিটের সৌরবিদ্যুৎ চালিত বাইক তৈরি করেছিল। তারপর প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি করে ফেলে চন্দ্রযান-৩ মডেল। এমনকি মানব বাহী ড্রোনও আবিষ্কার করে সে। পাশাপাশি বিস্কুট দিয়েই অযোধ্যার রাম মন্দির ও দিঘার জগন্নাথ মন্দির বানিয়ে ফেলেছিল ওই যুবক, যা রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। আর এবার তার আবিষ্কার সম্পূর্ণ অভিনব।

কী কাজ করবে এই টিজার গান?

যেমনটা জানা যাচ্ছে, দুর্গাপুর বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়ার গণধর্ষণের ঘটনায় ক্ষুব্ধ হয়েই সে মাত্র দু’দিনের মধ্যে এই বৈদ্যুতিক বন্দুক বানিয়ে ফেলে। সে দাবি করছে, এটি কোনও প্রাণঘাতী বন্দুক নয়, এমনকি শরীরের জন্য দীর্ঘমেয়াদী ক্ষতিকারক নয়। কিন্তু হ্যাঁ, এটি মাত্র কয়েক সেকেন্ডের জন্য ধর্ষকদেরকে অচল করে দেবে। আর বন্দুকটিতে ৪.৫ ভোল্টের একটি লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা একবার চার্জ দিলে এক মাস পর্যন্ত থাকে। এমনকি বন্দুক থেকে ৬০০ ইউভি ভোল্ট বৈদ্যুতিক শক বের হবে, যা ১ ফুট দূরের ব্যক্তিকেও আক্রমণ করতে পারবে।

আরও পড়ুনঃ আরামবাগ রামকৃষ্ণ সেতুর উপর থেকে তুলে দেওয়া হল হাইট বার, দু’মাস পর চলবে বাস

তার দাবি, যদি এই বন্দুক বাজারে বিক্রি করা হয়, তাহলে মেয়েরা নিজেরাই নিজেদের সুরক্ষা দিতে পারবে। বিশেষ করে নির্জন জায়গা বা রাত্রিবেলা এটি হতে পারে মেয়েদের কাছে সেরা হাতিয়ার। তবে বিশেষজ্ঞরা সতর্কবার্তা জানিয়েছেন। কারণ, ডিজিটাল ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের বক্তব্য, ছোটনের এই উদ্যোগ প্রশংসনীয় হলেও যে কোনও বৈদ্যুতিক অস্ত্র ব্যবহারের আগে তার আইন অনুমোদন অবশ্যই জরুরী। সে কারণেই আগে পুলিশ প্রশাসনের পরামর্শ নেওয়া উচিত। নিরাপত্তা ও কার্যকরিতা বৈজ্ঞানিকভাবে পর্যবেক্ষণ করেই হয়তো ব্যবহার করা হবে। কারণ ভারতের আইন আত্মরক্ষার জন্য ব্যবহৃত যন্ত্র যদি শরীরের আঘাতের কারণ হয়, তাহলে তা নিয়ন্ত্রিত অস্ত্র হিসেবেই মানা হয়।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join