শ্বেতা মিত্র, কলকাতাঃ যত সময় এগোচ্ছে ততই বাংলা তথা জাতীয় শিক্ষা ব্যবস্থায় একের পর এক পরিবর্তন ঘটেই চলেছে। এবার তার ব্যতিক্রম ঘটল না, আজ বিশেষ করে কথা হবে ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Pariksha) নিয়ে। মাধ্যমিক পরীক্ষা শুরু হতে আর মাত্র কয়েকটা মাসই বাকি। ইতিমধ্যে আসন্ন পরীক্ষা নিয়ে কাউন্টডাউনও শুরু হয়ে গিয়েছে পরীক্ষার্থীদের মধ্যে। তবে ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষাটা একটু অন্যরকম হতে চলেছে এবারে মাধ্যমিকে থাকবে ই অ্যাডমিট কার্ড। হ্যাঁ ঠিকই শুনেছেন।
২০২৫-এর মাধ্যমিকে ‘e Admit Card’
এমনিতে চলতি বছর থেকেই পরীক্ষার প্যাটার্ন এক প্রকার বদলে যেতে চলেছে। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় এই বছর থেকেই শুরু হতে চলেছে সেমিস্টার পদ্ধতি অর্থাৎ বছরে দু’বার করে পরীক্ষা দিতে হবে পড়ুয়াদের। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা যে কোনও স্কুল পড়ুয়া জীবনের সবথেকে বড় পরীক্ষা বলে গণ্য করা হয়। আর এই দুই বড় পরীক্ষা নিয়ে সকলের মধ্যে এক চাপা উৎকণ্ঠা কাজ করে। এদিকে চলতি বছরে শিক্ষাবর্ষ থেকেই আর হাতে লিখে বা সই করে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড পূরণ করতে হবে না বলে জানানো হয়েছে।
এবার থেকে গোটা পদ্ধতিটি হবে নাকি অনলাইনে। হ্যাঁ ঠিকই শুনেছেন। অর্থাৎ ২০২৫ এর পরীক্ষার্থীদের জন্য অনলাইনে এনরোলমেন্ট ফরম পূরণের ব্যবস্থা করেছে মধ্যশিক্ষা পর্ষদ। এদিকে পর্ষদের এহেন সিদ্ধান্তে চমকে গিয়েছে সকলে।
বড় সিদ্ধান্ত মধ্যশিক্ষা পর্ষদের
এই বিষয়ে খুব দ্রুত নির্দেশিকা জারি করবে মধ্যশিক্ষা পর্ষদ। মূলত গাইডলাইন থাকবে। এই ব্যবস্থার জেরে উপকৃত হবে লক্ষ লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী শুধুমাত্র তাই নয় যে সব পরীক্ষার্থী বিশেষভাবে সক্ষম তারাও মধ্যশিক্ষা পর্ষদের এহেনও সিদ্ধান্তে উপকৃত হবে বলে দাবি করা হচ্ছে।