মাটির তলা থেকে আসছে রহস্যজনক আওয়াজ, খুঁড়তেই চোখ কপালে উঠল গ্রামবাসীর!

Published on:

East Burdwan

কৃশানু ঘোষ, কলকাতাঃ ঘটনাস্থল পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) জামালপুর থানার জৌগ্রাম রেওরা গোপালপুর খামারপাড়া এলাকা। দিনের বেলা হঠাৎ করেই এক রহস্যজনক আওয়াজ শুনতে পায় গ্রামবাসীরা। রাত বাড়লে বাড়তে থাকে আওয়াজের তীব্রতাও। প্রথমে স্বাভাবিক মনে হলেও, কয়েকদিন যেতেই মানুষের মধ্যে বাড়ে ভয়, আতঙ্ক, জিজ্ঞাসা।

পূর্ব বর্ধমানের জামালপুরে মাটির তলায় ভয়ঙ্কর আওয়াজ 

স্থানীয় সূত্র অনুযায়ী, বেশ কিছু সময় খোঁজাখুঁজির পর গ্রামবাসীর চোখ পড়ল গ্রামের একটি গাছের তলা থেকে ভেসে আসছে এমন রহস্যজনক শব্দ! শুধু আওয়াজ নয়, আওয়াজের সাথে সাথে বেরিয়ে আসতে দেখা যায় কিছু কাদা জলও। যা নিয়ে উত্তেজনা ছড়িয়েছে পূর্ব বর্ধমানের জামালপুর থানার জৌগ্রাম রেওরা গোপালপুর খামারপাড়া এলাকায়।

কিন্তু কিসের থেকে আসছে এই শব্দ? কেনই বা হচ্ছে? উৎসুক মানুষজন এগিয়ে গিয়ে জানার চেষ্টা করলে জানতে পারেন শুধু আওয়াজ কিংবা জল নয়, বেরিয়ে আসছে গরম হাওয়া এবং গ্যাস। অনেকেই আবার আগুন ধরিয়ে বিষয়টিকে বোঝার চেষ্টা করলে, দেখা যায় বেড়ে যাচ্ছে আগুনের তীব্রতা।

আরও পড়ুনঃ হাইকোর্টের নির্দেশে অনুদান বন্ধ! এবার পুজো হওয়া নিয়ে আশঙ্কা শিলিগুড়ির কাশ্মীর কলোনির

গ্রামবাসীরা জানিয়ছেন, যেহেতু এখান দিয়ে কোন গ্যাসের লাইন বা জলের পাইপ লাইন যায়নি। ফলে কেন এই ধরনের আওয়াজ আসছে, তা নিয়ে গ্রামবাসীদের মধ্যে বেড়েছে আশঙ্কা। গ্রামবাসীরা দ্রুত এই ঘটনার তদন্তের দাবী জানিয়েছেন।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥