একেবারে শেষের পথে বউবাজার মেট্রোর কাজ, শিয়ালদা-এসপ্ল্যানেড রুট এল সুখবর

Published on:

east west metro update temographic survey started in bowbazar metro

পার্থ সারথি মান্না, কলকাতাঃ শহর কলকাতার লাইফলাইন বলা চলে মেট্রোকে। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ নিজের গন্তব্যে পৌঁছানোর জন্য কলকাতা মেট্রোর (Kolkata Metro) উপরেই ভরসা রাখেন। তাছাড়া যাত্রীদের আরো উন্নত পরিষেবা দেওয়ার স্বর্থে প্রতিনিয়ত কাজ করে চলেছে কর্তৃপক্ষ। সম্প্রতি জানা যাচ্ছে দীর্ঘ প্রতীক্ষিত বউবাজার মেট্রোর কাজ এবার  প্রায় শেষের পর্যায়। তাহলে কবে চালু হচ্ছে এসপ্ল্যানেড শিয়ালদহ লাইন? বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

শেষের পথে বৌবাজার মেট্রোর কাজ | Bowbazar Metro Work Update |

যেমনটা জানা যাচ্ছে ইতিমধ্যেই বউবাজার অংশের লাইন পাতা ও সিঙ্গন্যালিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। তবে এবার জিও ফিজিক্যাল টেমোগ্রাফিক সার্ভের কাজ শুরু হয়েছে। এই পরীক্ষার মাধ্যমে মেট্রো চালু হওয়ার পর টানেলের মধ্যে দিয়ে রেক যাতায়াতের সময় মাটি কিভাবে আচরণ করবে সেটা জানা হচ্ছে। মূলত সেফটি রেগুলেশনের জন্যই এই সার্ভে করা হচ্ছে। যেটা শেষ হলেই দ্রুত লাইন চালুর কাজ শুরু করা হবে।

কবে থেকে চালু হবে এসপ্ল্যানেড শিয়ালদহ লাইন? | Esplanade Sealdah Metro Update |

গতবছরের নভেম্বৰ মাসেই পশ্চিমদিকের টানেলের কাজ শুরু হয়েছিল। সেই সময় মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছিল এবছর অর্থাৎ মার্চ ২০২৫ এর মধ্যেই কাজ শেষ হবে। এদিকে একাংশের মত লাইন চালু হতে মে কিংবা জুন মাস অবধি সময় লাগবে। তবে এপর্যন্ত মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকেই অফিসিয়ালি কোনো তারিখ জানানো হয়নি।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

প্রসঙ্গত, বউবাজার মেট্রোর কাজ একাধিকবার বাধাপ্রাপ্ত হয়েছে। শুরুতে ২০১৯ সালের ৩১ শে অগাস্ট টানেলের কাজ চলার সময় বেশ কিছু বাড়ির দেওয়ালে ফাটল দেখা দেয়। মূলত মাটির তলায় জল থাকার কারণেই এমনটা হয়েছিল। সব মিলিয়ে প্রায় ৭০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বউবাজার এলাকায়। দীর্ঘ অপেক্ষার পর দূর্গা পিতুরি লেনের বাকি থাকা শেষ ছয় মিটারের অংশ ১৪ই ডিসেম্বর ২০২৪ এ যুক্ত করা হয়েছে। ইতিমধ্যেই কাজের গতি বাড়ানোর জন্য হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রোর সংখ্যাও কমানো হয়েছে। ফলে শীঘ্রই ইস্ট ওয়েস্ট মেট্রো সম্পূর্ণভাবে চালু করা যাবে বলে আশা করা হচ্ছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group