বালিঘাটে কাজের জেরে ৪ দিন বন্ধ সমস্ত ট্রেন! শিয়ালদার বদলে হাওড়া থেকে ছাড়বে একাধিক এক্সপ্রেস

Published on:

sealdah rajdhani express

প্রীতি পোদ্দার, কলকাতা: বেশ কয়েকদিন ধরে শিয়ালদহ, হাওড়া রুটের (Sealdah Howrah) একাধিক ট্রেন বাতিলের মুখে পড়ছে। যার ফলে যাতায়াত করার ক্ষেত্রে একাধিক সমস্যার মুখে পড়তে হচ্ছে যাত্রীদের। তার উপর সোশ্যাল মিডিয়ায় ট্রেন বিষয়ক একটি খবর বেশ ভাইরাল হয়েছে। যেখানে বলা হয়েছে আজ থেকে লিলুয়ার দিক থেকে হাওড়া স্টেশনে ঢোকার মুখে বেনারস রোড ওভারব্রিজের কাজের জন্য কোনও ট্রেনই নাকি হাওড়া ঢুকতে পারবে না। তার বদলে এই দু’দিন পূর্ব রেলের হাওড়া ডিভিশনের লোকাল ট্রেন ছাড়বে লিলুয়া থেকে, আসবেও লিলুয়া পর্যন্ত। এই পরিস্থিতি আগামীকাল অর্থাৎ রবিবার পর্যন্ত থাকবে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ট্রেনের পোস্ট

এদিকে পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, বেনারস রোড ওভারব্রিজটি অনেক বছরের বেশি পুরোনো এবং ওই সেতুটির অবস্থা খুবই খারাপ হয়ে পড়েছিল। তাই সেই সেতু পুনরায় রক্ষণাবেক্ষণের জন্য একটি নতুন বো স্ট্রিং গার্ডার ব্রিজ তৈরির পরিকল্পনা করা হয়েছিল। তার জন্য অনেক ট্রেন বাতিলের চিন্তাভাবনা করা হচ্ছিল। আর এই আবহে সোশ্যাল মিডিয়ায় ট্রেন বাতিল প্রসঙ্গে একটি বিজ্ঞপ্তি বেশ ভাইরাল হয়েছে। যা পূর্ব রেলের নজরে আসায় এবার সেটা নিয়ে বড় মন্তব্য করল রেল।

সূত্রের খবর, পূর্ব রেল ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই খবর সম্পূর্ণ ভুয়ো বলে জানিয়ে দিয়েছে। পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত এই বিষয়ে স্পষ্ট মন্তব্য করেছেন যে, পূর্ব রেল প্রথমে সিদ্ধান্ত নিয়েছিল ২১ ডিসেম্বর ২০২৪ থেকে ১ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত ৩০টি আপ ও ৩০টি ডাউন বাতিল করবে। অর্থাৎ সর্বমোট প্রতিদিন ৬০টি লোকাল ট্রেন বাতিল থাকবে নতুন ব্রিজ তৈরির জন্য। কিন্তু এত ট্রেন এতদিন বাতিল থাকলে যাত্রীরা মহা সমস্যার মুখে পড়বে তাই সেই সিদ্ধান্তে বদল আনা হয়েছে। জানা গিয়েছে ২৮ ডিসেম্বর ২০২৪ থেকে ২২ জানুয়ারি ২০২৫ পর্যন্ত প্রতিদিন চারটি আপ ও চারটি ডাউন মিলিয়ে মোট আটটি লোকাল ট্রেন চালানোর কথা ঘোষণা করা হয়েছে। এছাড়াও পূর্ব রেল সংস্থা সূত্রে জানিয়েছে যে প্রথমদিকে বাতিল হয়ে যাওয়া এই ট্রেনগুলোর সব ক’টাই হাওড়া–ব্যান্ডেল লোকাল।

বালিঘাট স্টেশনে আপ ও ডাউনে সমস্ত ট্রেন বাতিল

অন্যদিকে আবার বালিঘাট স্টেশন সংলগ্ন ১৫ নম্বর CCR ব্রিজে এবার গার্ডার পরিবর্তন করা হবে। আর এর জন্য চলতি মাসে টানা কয়েকদিন আপ ও ডাউনে সমস্ত ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। ট্রেনের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে আগামী ২৩, ২৪, ২৫ ও ২৬ জানুয়ারি যথাক্রমে বৃহস্পতি, শুক্র, শনি এবং রবিবার আপ ও ডাউনে সমস্ত ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। পাশাপাশি দমদম থেকে ডানকুনির মধ্যে রাজধানী সহ একাধিক এক্সপ্রেস ট্রেন ভায়া নৈহাটি হয়ে চলবে। এক্সপ্রেস ট্রেনগুলো এই চারদিন শিয়ালদহের পরিবর্তে হাওড়া থেকে ছাড়বে বলে জানা গিয়েছে রেল সূত্রে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥