শুধু শিয়ালদা, হাওড়াই নয়! কোনও স্টেশনেই করা যাবে না ভিডিও ছবি! নয়া নির্দেশিকা পূর্ব রেলের

Published on:

howrah sealdah station

প্রীতি পোদ্দার, কলকাতা: হরিয়ানার জনপ্রিয় ট্রাভেল ভ্লগার তথা ইউটিউবার জ্যোতি মলহোত্রার গ্রেফতারির পর পাক গুপ্তচর সংস্থা ISI-এর সঙ্গে যোগাযোগের একের পর এক তথ্য সামনে উঠে এসেছে। দেশের একাধিক রাজ্যে ঘুরেছেন এই ইউটিউবার। বাদ যায়নি কলকাতাও। ভিডিও বানানো হয়েছিল একাধিক জায়গার। তাই এবার সেই ঘটনার থেকে শিক্ষা নিয়ে রেল স্টেশন চত্বর, প্ল্যাটফর্ম এবং ট্রেনের ভিতরে কোনও ভিডিও শ্যুট করা বা ছবি তোলা যাবে না বলে নির্দেশিকা জারি করল পূর্ব রেল (Eastern Railway)৷

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

স্টেশনে ছবি এবং ভিডিও শুট নিয়ে নির্দেশিকা

একাধিকবার কলকাতায় এসেছিলেন পাক গুপ্তচর সন্দেহে ধৃত জ্যোতি মালহোত্রা। কলকাতার কোণায় কোণায় ছড়িয়ে রয়েছে তাঁর কীর্তি। ছবি এবং ভিডিও শুটের মাধ্যমে কলকাতা সহ একাধিক রাজ্যের স্পর্শকাতর এলাকাগুলি তাঁর ক্যামেরায় রেকর্ড করে রাখা আছে। যার দরুন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজরদারি আরও কড়াকড়ি করেছে। তাই এবার পূর্ব রেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে আর কেউ যেন গুরুত্বপূর্ণ স্টেশনগুলির কোনো বিস্তারিত ছবি বা ভিডিও রেকর্ড না করে, যা সংযোগকারী হিসেবে কাজ করে।

নেপথ্যে কারণ কী?

পূর্ব রেলের মুখপাত্র জানিয়েছেন, “কিছু ভ্লগার বা ইউটিউবার রেলওয়ে স্টেশনের ভিডিও ব্লগ তোলার চেষ্টা করেন, যা খুবই উদ্বেগজনক। সমস্ত বিভাগেই এই নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। কিন্তু কিছু লোক নির্দেশিকা অনুসরণ করতে চান না। ব্লগার এবং ইউটিউবারদের কাছে আমাদের অনুরোধ, আর কখনও এই ধরনের কার্যকলাপ করবেন না।” অর্থাৎ এইমুহুর্তে দেশের নিরাপত্তার সঙ্গে একদমই আপোস করতে চাইছে না রেল। তবে এই ধরনের বিধিনিষেধ সবসময় থাকলেও এতটাও কড়াকড়ি ছিল না। কিন্তু চলতি পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জরুরি বিভাগ তা পুনরায় নিশ্চিত করেছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ISI-এর অফিসার আলি হাসানের সঙ্গে সম্পর্ক

পূর্ব রেলের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি সূত্রে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে একমাত্র সংবাদমাধ্যম বা চ্যানেলগুলি স্টেশন প্রাঙ্গণে অনুষ্ঠানের ছবি তুলতে পারে, কিন্তু কোনও সাধারণ মানুষের তা করার অনুমতি নেই। জ্যোতি মালহোত্রার ঘটনার পর থেকেই দেশজুড়ে এক উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে। যার দরুন দেশের নিরাপত্তার ক্ষেত্রের নজরদারি আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে PTI সূত্রে জানা গিয়েছে, পাক গুপ্তচর সংস্থা ISI-এর অফিসার আলি হাসানের সঙ্গে নাকি জ্যোতির খুব ভালো যোগাযোগ ছিল। তাঁরই সাহায্যে পাকিস্তানে থাকা এবং ঘোরার ব্যবস্থা হয়েছিল ভ্লগার জ্যোতি মালহোত্রার।

আরও পড়ুন: গ্রাহকদের জন্য দুঃসংবাদ! ১ আগস্ট থেকে UPI পরিষেবায় আরোপ হবে সীমা

প্রসঙ্গত, জ্যোতি মালহোত্রা যে একাধিকবার পাকিস্তানে গেছিলেন, সেই তথ্য অনেক আগেই ভিডিও মারফৎ সামনে উঠে এসেছিল। এবার সামনে এসেছে আরও এক ভিডিও, যেখানে দেখা যাচ্ছে জ্যোতি লাহোরের আনারকলি বাজারে ঘুরছেন আর, তাঁর সঙ্গে সঙ্গে ঘুরছেন, AK-47 রাইফেল হাতে সশস্ত্র নিরাপত্তারক্ষীরা। যা থেকে স্পষ্ট, পাক গুপ্তর সংস্থা ISI জ্যোতির জন্য কতটা আাঁটোসাটো নিরাপত্তার ব্যবস্থা করেছিল। এছাড়াও জ্যোতির পার্সোনাল ফোনের ক্লাউড স্টোরেজ থেকে রাজস্থানে ভারত-পাক সীমান্তের একাধিক স্পর্শকাতর এলাকার ভিডিও মিলেছে বলে খবর।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group