সহেলি মিত্র, কলকাতা: নতুন মাসের শুরুতেই মহা ভোগান্তির শিকার হতে চলেছেন যাত্রীরা। ব্যান্ডেল কাটোয়া লাইনে (Bandel–Katwa line) এবার একজোড়া ট্রেন বাতিল করেছে পূর্ব রেল। একদিকে যখন আসন্ন দুর্গাপুজোকে ঘিরে চারিদিকে সাজো সাজো রব, তখন আচমকা কয়েক গুচ্ছ ট্রেন বাতিলের ঘোষণা করল পূর্ব রেল।
মাসের শুরুতেই বহু ট্রেন বাতিল করল পূর্ব রেল
জানা গিয়েছে, ব্যান্ডেল ও কাটোয়া শাঁখায় একজোড়া ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। মূলত রাতেরবেলা ট্র্যাক রক্ষনাবেক্ষণ কাজের জন্য হাওড়া ডিভিশনেরে ব্যান্ডেল-কাটোয়া শাখায় নবদ্বীপ ধাম এবং পূর্বস্থলী স্টেশনের মধ্যে আপ ব্যান্ডেল-আজিমগঞ্জ-কাটয়া লাইনে টানা ৮ দিন ট্র্যাফিক ব্লকের প্রয়োজন হবে।
পূর্ব রেল সূত্রে আরও জানা গিয়েছে, আগামী ২ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর অবধি প্রতি রাতে ৩ ঘন্টার জন্য এই ট্র্যাফিক ব্লকের দরকার পড়বে। সেজন্য ট্রেন নম্বর ৩৭৭৪১ ব্যান্ডেল-কাটোয়া লোকালে এবং ৩৭৭৪২ কাটোয়া-ব্যান্ডেল লোকাল আগামী ২ সেপ্টেম্বর, ৩ সেপ্টেম্বর, ৪ সেপ্টেম্বর, ৫ সেপ্টেম্বর, ৬ সেপ্টেম্বর, ৭ সেপ্টেম্বর, ৮ সেপ্টেম্বর ও ৯ সেপ্টেম্বর অবধি বাতিল থাকবে।
যাত্রীদের উদ্দেশ্যে বিশেষ ঘোষণা
এখানেই কিন্তু শেষ নয়, রেলের তরফে আরও জানানো হয়েছে, স্পেশাল ট্রেন/দেরিতে চলা ট্রেন যদি থাকে তাহলে তা যাত্রাপথে উপযুক্তভাবে নিয়ন্ত্রিত হবে/পথ পরিবর্তন হবে। ফলে যাত্রীদের স্টেশনের পাবলিক অ্যাড্রেস সিস্টেমে ঘোষণা শুনতে অনুরোধ জানানো হচ্ছে। আর এই অসুবিধার জন্য যাত্রীদের কাছে ক্ষমাও চেয়েছে রেল।
আরও পড়ুনঃ অবহেলিত সেন বংশের স্মৃতি বিজরিত ‘সূর্য্যপুর স্টেশন’, উন্নয়ন ছোঁয়নি এই ঐতিহাসিক স্থানকে
এদিকে রেলের এহেন বিজ্ঞপ্তি দেখে ক্ষোভ উগড়ে দিয়েছেন সাধারণ মানুষ। একজন লিখেছেন, ‘বন্ধ করে দিন লাইনটা….আর এত রক্ষণাবেক্ষণের দরকার হচ্ছে কী ভাবে ট্রেন তো হাতেগুণে ১০ টা কি ১২টা??’ অপর একজন লিখেছেন, ‘সামনে পুজোর সিজন আসছে। অন্যান্য লাইনে বিশেষ করে বিহার বা বর্ধমানের লাইনে ট্রেন তো অনেক দিলেন। এইবার কাটোয়া নিয়ে কি ভাবলেন? নাকি মনে করেন এই লাইনে পুজোর জন্য কিছু যায় আসে না। তবে একটা কথাই বলব পুজোর আয়োজনের জন্য বেশিরভাগ যাত্রিয়েই লাইনে দিয়েই যাতায়াত করে।’
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |