অতিরিক্ত ৮৮টি লোকাল ট্রেন, শনি-রবিতে চলবে এক্সট্রা মেট্রোও, সময়সূচী দিল পূর্ব রেল

Published on:

local train eastern railway

শ্বেতা মিত্র, কলকাতাঃ যাত্রীদের ভিড় সামাল দিতে বড় সিদ্ধান্ত নিল পূর্ব রেল (Eastern Railway zone)। আজ শনিবার ও আগামীকাল রবিবার অবধি একগুচ্ছ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফে। মূলত পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (PSC) ক্লার্কশিপ পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের সহায়তার জন্য পূর্ব রেলওয়ে শনি ও রবিবারের জন্য নির্ধারিত অতিরিক্ত ট্রেন পরিষেবা ঘোষণা করেছে। হ্যাঁ ঠিকই শুনেছেন। আপনি যদি পিএসসি পরীক্ষার্থী হয়ে থাকেন এবং ট্রেনে করে যাতায়াত করার কথা ভাবছেন তাহলে আজকে এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

একগুচ্ছ ট্রেন চালানোর সিদ্ধান্ত রেলের

হাওড়া-মেমারি এবং ব্যান্ডেল-মেমারির মতো গুরত্বপূর্ণ জায়গাগুলোর মধ্যে ৪৪টি অতিরিক্ত EMU শহরতলির ট্রেন অন্তর্ভুক্ত রয়েছে। পূর্ব রেল সূত্রে খবর, হাওড়া-বর্ধমান মেন এবং কর্ড লাইনে চলবে এই ৪৪ জোড়া স্পেশাল ট্রেন। এর মধ্যে শনিবার ১২টি এবং রবিবার চলবে ৩২টি বিশেষ ট্রেন।

ট্রেনের সময়সূচি

এক নজরে দেখে নিন ট্রেনের সমসূচি সম্পর্কে। শনিবার দুপুর ১.৩২ মিনিটে হাওড়া থেকে ছাড়বে হাওড়া-বর্ধমান (কর্ড) স্পেশাল ট্রেন ভায়া ডানকুনি। বর্ধমানে পৌঁছবে ৩.৪৫ মিনিটে। একইভাবে বিকেল ৩.৪০ মিনিটে হাওড়া থেকে ব্যান্ডেলের উদ্দেশে ছাড়বে হাওড়া-বর্ধমান (মেন) আরও একটি বিশেষ ট্রেন। বর্ধমানে পৌঁছবে বিকেল ৫.৫৫ মিনিটে। সন্ধে ৬.৫৭ মিনিটে হাওড়া থেকে ভায়া ডানকুনি আরও একটি ট্রেন ছাড়বে। এটি বর্ধমানে ঢুকবে রাত ৯.১৫ মিনিটে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

রেল জানিয়েছে শনিবার সকাল ৭.৫০ মিনিটে হাওড়া-মেমারি রুটে আপ লাইনে প্রথম ট্রেনটি ছাড়বে এবং শেষ ট্রেনটি ছাড়বে সন্ধে ৭.১০  মিনিটে। একইভাবে মেমারি থেকে সকাল ৫.১৫ মিনিটে প্রথম ও ৩.৪০ মিনিটে শেষ ট্রেনটি ছাড়বে। একই সময়ে ওই দিন ব্যান্ডেল-মেমারি-হাওড়া রুটে আপ ও ডাউন লাইনে প্রথম ও শেষ ট্রেন ছাড়বে।

চলবে অতিরিক্ত মেট্রো

দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া পর্যন্ত ব্লু লাইন করিডর বরাবর রবিবার সকালের দিকে কলকাতায় মেট্রো রেলের পরিষেবা ফ্রিকোয়েন্সি বাড়ানো হবে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন। মেট্রো রেলওয়ে এই রবিবার ব্লু লাইনে ১৩৮ টি পরিষেবা চালাবে, যা সমস্ত যাত্রীদের জন্য মসৃণ ভ্রমণ নিশ্চিত করবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group