Indiahood-nabobarsho

আসানসোলে কাজের জের, পরপর দুদিন একাধিক ট্রেন বাতিল, সময়সূচীও বদলাল পূর্ব রেল

Published on:

asansol division

শ্বেতা মিত্র, কলকাতাঃ ফের একবার চরম ভোগান্তির শিকার হতে চলেছেন রেল যাত্রীরা। নতুন করে একগুচ্ছ ট্রেন বাতিলের বিজ্ঞপ্তি জারি করা হল পূর্ব রেলের তরফে। ইতিমধ্যে কোন কোন রুটে ট্রেন বাতিল করা হবে তা জানিয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি বহু ট্রেনের যাত্রাপথ থেকে শুরু করে সময়সূচিতে বদল করা হয়েছে। আগামী ৪ ও ৫ জানুয়ারি থেকে একের পর এক ট্রেন বাতিল করে দেওয়ার ঘোষণা করা হয়েছে পূর্ব রেলের তরফে। তাহলে দেরি না করে ট্রেনের টিকিট কাটার আগে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বাতিল একগুচ্ছ ট্রেন

জানা গিয়েছে, মূলত পূর্ব রেলের আসানসোল বিভাগের ঝাঁঝা-সীতারামপুর স্টেশনে সাবওয়ে ও ফুট ব্রিজ তৈরির কাজের জন্য ৫ জানুয়ারি রবিবার পাওয়ার ব্লক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

শনিবার বাতিল থাকবে ট্রেন নম্বর ৬৩৫৭১ জেসিডি-মোকামা মেমু। এরপর ৫ জানুয়ারি রবিবার যে যে লোকাল ট্রেন বাতিল থাকবে সেগুলি হল…

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

63572 মোকামা-জেসিডি মেমু

63561 আসানসোল-জেসিডি মেমু

63562 বৈদ্যনাথ ধাম-আসানসোল মেমু

63298 ঝাঁঝা-দেওঘর মেমু

63209 দেওঘর-পটনা মেমু

63565 জেসিডি-ঝাঁঝা মেমু

63566 ঝাঁঝা-জেসিডি মেমু

63574 কিউল-জেসিডি মেমু

63573 জেসিডি-কিউল মেমু

63570 বৈদ্যনাথ ধাম-আসানসোল মেমু

63545 অন্ডাল-জেসিডি মেমু

63546 জেসিডি-অন্ডাল মেমু

৫ জানুয়ারি বাতিল থাকবে ট্রেন নম্বর 13319 দুমকা-রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস।

সংক্ষিপ্ত যাত্রা করা ট্রেনের তালিকা

17321 ভাস্কো দা গামা-জেসিডি উইকলি এক্সপ্রেস 3 জানুয়ারি চিত্তরঞ্জন পর্যন্ত চলাচল করবে।

63509/10 বর্ধমান-ঝাঁঝা-বর্ধমান মেমু 5 জানুয়ারি আসানসোল পর্যন্ত চলাচল করবে।

18183/84 টাটানগর-বক্সার-টাটানগর এক্সপ্রেস 5 জানুয়ারি আসানসোল পর্যন্ত চলাচল করবে।

একাধিক ট্রেনের সময় বদল

17006 রক্সৌল – হায়দরাবাদ উইকলি এক্সপ্রেস ১ ঘণ্টা ২০ মিনিট দেরিতে ছাড়বে ।

22348 পটনা – হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ২ ঘণ্টা ৫০ মিনিট দেরিতে ছাড়বে ।

02024 পটনা – হাওড়া স্পেশাল ৫ ঘণ্টা ২০ মিনিট দেরিতে ছাড়বে ।

02023 হাওড়া – পটনা স্পেশাল ৫ ঘণ্টা ২০ মিনিট দেরিতে ছাড়বে ।

22500 বারাণসী – দেওঘর বন্দে ভারত এক্সপ্রেস ৪০ মিনিট দেরিতে ছাড়বে ।

22499 দেওঘর – বারাণসী বন্দে ভারত এক্সপ্রেস ৪০ মিনিট দেরিতে ছাড়বে ।

22347 হাওড়া – পটনা বন্দে ভারত এক্সপ্রেস ২ ঘণ্টা ৫০ মিনিট দেরিতে ছাড়বে ।

12317 কলকাতা – অমৃতসর আকাল তখত এক্সপ্রেস ২ ঘণ্টা ১০ মিনিট দেরিতে ছাড়বে ।

22197 কলকাতা – ঝাঁসি প্রথম স্বতন্ত্রতা সংগ্রাম এক্সপ্রেস ১ ঘণ্টা ৩০ মিনিট দেরিতে ছাড়বে ।

যাত্রাপথ বদল গেল একাধিক ট্রেনের

13331 / 32 ধানবাদ – পটনা – ধানবাদ ইন্টারসিটি এক্সপ্রেস আপ ও ডাউনে গয়া হয়ে চলবে ।

13508 গোরক্ষপুর – আসানসোল এক্সপ্রেস কিউল – রামপুরহাট – সীতারামপুর – অন্ডাল – আসানসোল হয়ে চলবে ।

12304 নিউ দিল্লি – হাওড়া পূর্বা এক্সপ্রেস পণ্ডিত দিন দয়াল উপাধ্যায় – ধানবাদ – সীতারামপুর হয়ে চলবে ।

12326 নাঙ্গাল ধাম – কলকাতা গুরুমুখী সুপার ফাস্ট এক্সপ্রেস পণ্ডিত দিন দয়াল উপাধ্যায় – ধানবাদ হয়ে চলাচল করবে ।

13044 রক্সৌল – হাওড়া এক্সপ্রেস কিউল – রামপুরহাট – বর্ধমান হয়ে চলবে ।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group