শ্বেতা মিত্র, কলকাতা: শিয়ালদহ (Sealdah) বিভাগের পক্ষ থেকে একটি বড় ঘোষণা করা হয়েছে। যারা নিত্য রেল সফর করেন, খবরটি তাঁদের খুশি করবে। কারণ, নির্ধারিত সময়ের আগেই শেষ হয়েছে উন্নয়ন প্রকল্পের একটি কাজ, শিয়ালদহ বিভাগের তরফে এমনটাই জানানো হয়েছে। এই প্রকল্পের কাজ শুরু হয়েছিল নৈহাটি হালিশহর লাইনে। উন্নয়ন পরিকাঠামো আরও উন্নত করার জন্য কাজ শুরু করা হয়েছিল।
রেল যাত্রীদের জন্য সুখবর
যাত্রী নিরাপত্তা ও যাত্রী স্বাচ্ছন্দ্য, এই দু’টোই আগের থেকে অনেক আধুনিক রূপ নিয়েছে বলে মনে করা হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে পয়েন্ট নম্বর ১৫৮A/১৫৯-এর আধুনিকীকরণ, ভারী রেলের মাধ্যমে ট্র্যাক নবীকরণ এবং ভূমি পুনর্গঠনের মতো গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হয়েছে বলে মিডিয়া রিপোর্টে বলা হয়েছে। ট্র্যাক ও সিগন্যালিং ব্যবস্থা উন্নত করার ফলে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে যাত্রী নিরাপত্তা। আধুনিক প্রযুক্তির মাধ্যমে পুরনো পয়েন্ট প্রতিস্থাপন করার ফলে রেল পরিষেবা আরো মসৃণ হবে।
আরও পড়ুনঃ প্রায় ১ টাকা বাড়ল পেট্রলের দাম, আজ ডিজেলের রেট কত?
নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য ভূমি সংস্কারও করা হয়েছে। বৃদ্ধি করা হয়েছে লাইনের শক্তি ও স্থায়িত্ব। যার ফলে আগের থেকে অনেক দ্রুত বেগে ছুটতে পারবে ট্রেন। যাত্রীরাও আগের থেকে অনেক বেশি আরামের সঙ্গে যাত্রা করতে পারবেন। আধুনিক সিগন্যালিং ব্যবস্থা, উন্নত ট্র্যাক ও পয়েন্ট প্রযুক্তি যাত্রীদের জন্য বিলম্ব এবং ব্যাঘাত কমিয়ে আনবে বলেও আশা করা হচ্ছে।
কী বলছে রেল?
এই বিষয়ে সংবাদ মাধ্যমে শিয়ালদহ বিভাগের ডিআরএম দীপক নিগম বড় দাবি করেছেন। তিনি বলেছেন, “হালিশহর-নৈহাটি সেকশনের এই উন্নয়নমূলক প্রকল্প নিরাপত্তা ও দক্ষতার ক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি। ভারী রেল, আধুনিক পয়েন্ট প্রযুক্তি ও ভূমি উন্নয়নের ফলে ট্রেন।”