রানাঘাট-বনগাঁ ডাবল লাইনের অনুমোদন রেলের, বরাদ্দ ৩৯৬ কোটি

Published:

Ranaghat Bangaon Double Line
Follow

সহেলি মিত্র, কলকাতা: সাধারণ রেল যাত্রীদের কথা ভেবে আবারো বড় পদক্ষেপ নিল পূর্ব রেল। জানা গিয়েছে, এবার পূর্ব রেলওয়ের শিয়ালদহ ডিভিশনের অধীনে রানাঘাট-বনগাঁ শাখায় ডবল লাইন (Ranaghat Bangaon Double Line) বসানোর জন্য রেলওয়ে বোর্ড ৩৯৬.০৪ কোটি টাকা অনুমোদন করেছে, যা নদীয়া এবং উত্তর ২৪ পরগনা জেলাগুলিকে সংযুক্ত করবে। মূলত এই অংশে দ্বিতীয় লাইনে বসতে চলেছে পূর্ব রেলের উদ্যোগে। ৩২.৯৩ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পের লক্ষ্য হল বিদ্যমান একক-লাইন অংশে যানজট কমানো এবং মালবাহী ও যাত্রী উভয়েরই দ্রুত চলাচল নিশ্চিত করা।

রানাঘাট- বনগাঁ পথে বসছে দ্বিতীয় রেললাইন

রানাঘাট-বনগাঁও লাইনটি বর্তমানে তার ধারণক্ষমতার ১১৪ শতাংশে কাজ করছে। এটি কুপার্স হাল্ট, নব রায়নগর হাল্ট, গাঙ্গনাপুর, মাঝেরগ্রাম, আকাইপুর হাল্ট, গোপালনগর এবং সাতবেড়িয়া সহ একাধিক বেশ কিছু গুরুত্বপূর্ণ স্টেশনগুলিকে সংযুক্ত করে। রেল কর্তারা জানিয়েছেন যে ডাবলিং এর ফলে একক লাইনে ক্রসিংয়ের জন্য অপেক্ষারত ট্রেনগুলির কারণে দেরি কমবে। আগামী দিনে ট্রেন চলাচল আরও মাখনের মতো মসৃণ হবে।

এই কাজটি নয়টি স্টেশনকে অন্তর্ভুক্ত করবে এবং দুটি সীমিত উচ্চতার সাবওয়ে অন্তর্ভুক্ত করবে। একটি রানাঘাট এবং মাঝেরগ্রাম, এবং অপরটি হল মাঝেরগ্রাম এবং গোপালনগরের মাঝে।  একবার সম্পূর্ণ হলে, লাইনটি প্রতিদিন প্রায় ১০টি অতিরিক্ত যাত্রীবাহী ট্রেন চলাচল করবে বলে আশা করা হচ্ছে।

লাভবান হবেন যাত্রীরা

রেল কর্মকর্তারা বলেছেন যে দ্বিগুণকরণের ফলে ক্রমবর্ধমান চাহিদা পূরণ হবে। আরও দ্রুত সরবরাহ ও যাত্রী পরিষেবা মিলবে লাইনে।  সম্প্রতি রানাঘাট এবং শিয়ালদহের মধ্যে বনগাঁ হয়ে চালু হওয়া এসি ইএমইউ লোকাল ট্রেন পরিষেবা ইতিমধ্যেই এই অঞ্চলে যাত্রী যোগাযোগ উন্নত করেছে। এরপর এই অংশে লাইনে ডাবল করার ফলে আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join