হাওড়া, ব্যান্ডেল লাইনে যাত্রী স্বার্থে স্পেশ্যাল ট্রেন চালানোর ঘোষণা পূর্ব রেলের, দেখুন সূচি

Published on:

howrah bandel local train

শ্বেতা মিত্র, কলকাতাঃ বাংলার মানুষের লাইফলাইন লোকাল ট্রেন। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই লোকাল ট্রেন থেকে শুরু করে এক্সপ্রেস ট্রেনে করে যাতায়াত করছেন। তবে সাম্প্রতিক সময়ে কিছু না কিছু কাজের জেরে চরম হয়রানির শিকার হতে হচ্ছে হাওড়া (Howrah) থেকে শুরু করে শিয়ালদা ডিভিশনের যাত্রীদের। এবার যেমন সমস্যার মুখে পড়তে হয়েছে হাওড়া ডিভিশনের যাত্রীদের। হাওড়া স্টেশনের অদূরে বেনারস সেতু সংস্করণের জেরে পূর্ব রেলের তরফে বিপুল পরিমাণে ট্রেন বাতিল করা হয়েছে। যার ফলে ব্যাপক সমস্যার মুখে পড়তে হয়েছে সকলকে। টানা দু’মাস বহু ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও হয়রানির মধ্যেই পূর্ব রেলের তরফে এবার এমন এক উদ্যোগ নেওয়া হল যার দরুণ উপকৃত হবেন সকলে।

বড় চমক পূর্ব রেলের

আপনিও কি হাওড়া ডিভিশনের যাত্রী? তাহলে আজকের এই আর্টিকেলটি রইল শুধুমাত্র আপনার জন্য। পূর্ব রেলের হাওড়া ডিভিশন হাওড়া স্টেশনের কাছে দুই লেনের বেনারস রোড ওভারব্রিজ (আরওবি) নির্মাণের জন্য ২১ ডিসেম্বর থেকে এক মাসেরও বেশি সময়ের জন্য ৬০টি লোকাল ট্রেন পরিষেবা বাতিল করার ঘোষণা করা হয়েছে। উপরন্তু, অবকাঠামোগত কাজের জন্য বেশ কয়েকটি এক্সপ্রেস ট্রেন প্রায় দেড় মাস ধরে নিয়ন্ত্রণ করা হবে। তবে এবার বিশেষ কিছু ট্রেনের ঘোষণা করা হয়েছে যার জেরে উপকৃত হবেন যাত্রীরা।

যাত্রীদের কথা মাথায় রেখে হাওড়া-ব্যান্ডেল শাখায় চার জোড়া স্পেশ্যাল লোকাল ট্রেন চালানো হবে। হ্যাঁ ঠিকই শুনেছেন। আজ ২৮ ডিসেম্বর, অর্থাৎ শনিবার থেকেই এই ট্রেন চলবে আগামী ২২ জানুয়ারি পর্যন্ত।

উপকৃত হবেন যাত্রীরা | Howrah-Bandel Special Train |

পূর্ব রেল সূত্রে খবর, হাওড়া থেকে ব্যান্ডেলগামী স্পেশাল ট্রেনগুলি ছাড়বে বিকেল ৫টা ৪৭ মিনিটে, সন্ধ্যা ৬টা ২৫ মিনিট, সাড়ে ৭টা এবং রাত সাড়ে ৮টাতে। অন্য দিকে, ব্যান্ডেল থেকে হাওড়া আসার স্পেশ্যাল ট্রেনগুলো ছাড়বে ভোর ৪টে ৪৫ মিনিট, সকাল ৫টা ৪০ মিনিট, ৮টা ২৮ মিনিট এবং ৮টা ৫২ মিনিটে। এই স্পেশ্যাল ট্রেনগুলি ছাড়া পূর্ব ঘোষিত সূচি মেনেই আগামী কয়েক দিন হাওড়া-ব্যান্ডেল শাখায় ট্রেন চলাচল করবে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

এই প্রকল্পে হাওড়া ও লিলুয়া স্টেশনের মধ্যে রাস্তা সহ নতুন দুই লেনের বেনারস রোড ওভারব্রিজের জন্য একটি পাইল ফাউন্ডেশন সহ একটি বো স্ট্রিং গার্ডার ব্রিজ নির্মাণ অন্তর্ভুক্ত রয়েছে। এই নির্মাণের সুবিধার্থে, ২১ ডিসেম্বর, ২০২৫ সালের থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত একটি ট্র্যাফিক এবং বিদ্যুৎ ব্লক নির্ধারণ করা হয়েছে। ফলস্বরূপ, প্রাথমিকভাবে হাওড়া-ব্যান্ডেল, হাওড়া-শেওড়াফুলি, হাওড়া-বেলুড় মঠ এবং হাওড়া-শ্রীরামপুর রুটে ৬০ টি লোকাল ট্রেন পরিষেবা ২২ জানুয়ারি, ২০২৫  পর্যন্ত বাতিল থাকবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥