শ্বেতা মিত্র, কলকাতাঃ আর মাত্র কয়েকটা দিন, তারপরেই শুরু হয়ে যাবে দীর্ঘ প্রতীক্ষিত গঙ্গাসাগর মেলা। আসন্ন এই মেলাকে কেন্দ্র করে সেজে উঠেছে গঙ্গাসাগর। এদিকে যে কোনো পরিস্থিতির জন্য তৈরী হয়ে রয়েছে প্রশাসনও। সব মিলিয়ে যত সময় এগোচ্ছে ততই এই মেলাকে ঘিরে সাধারণ মানুষের উত্তেজনা তুঙ্গে উঠছে। প্রস্তুত রয়েছে রেলও। গঙ্গাসাগর মেলায় ভিড় সামলাতে প্রস্তুতি নিয়েছে শিয়ালদহ বিভাগ। এই বিষয়ে শনিবার ডিআরএম দীপক নিগমের নেতৃত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হয় এবং যাত্রীদের চলাচল নির্বিঘ্ন করতে বেশকিছু ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। এমনকি শিয়ালদা থেকে অতিরিক্ত বগিযুক্ত ট্রেনও ছুটবে। হ্যাঁ ঠিকই শুনেছেন।
বড় পদক্ষেপ পূর্ব রেলের
জানা গিয়েছে, ১২ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত ৭২টি বিশেষ ট্রেন চলবে পুণ্যার্থীদের জন্য। ভক্তদের অতিরিক্ত ভিড়ের ক্ষেত্রে অতিরিক্ত খালি রেক প্রস্তুত রাখা হবে। শিয়ালদহ দক্ষিণ, প্রিন্সেপ ঘাট, কাকদ্বীপ এবং নামখানার মতো ব্যস্ত স্টেশনগুলিতে যাত্রীদের তথ্য দেওয়ার জন্য বুথ খোলা হবে। এই বুথগুলিতে হেল্পলাইন নম্বর দেওয়া হবে। শিয়ালদহ দক্ষিণ, প্রিন্সেপ ঘাট, কাকদ্বীপ, নামখানার মতো বড় স্টেশনগুলিতে আরপিএফ বাহিনী মোতায়েন থাকবে। সিভিল ডিফেন্স, স্কাউটস অ্যান্ড গাইডস এবং সেন্ট জন অ্যাম্বুলেন্সের স্বেচ্ছাসেবক মোতায়েন করা হবে।
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, চলতি বছর ট্রেনের বগির সংখ্যা বাড়ানো হয়েছে ৷ ৯ বগির বদলে ১২ বগি নিয়ে চলবে প্রতিটি ট্রেন৷ সেইসঙ্গে, যাত্রীদের ভিড় সামাল দিতে দুটি ১২ বগির খালি রেক প্রস্তুত রাখা হবে । একটি থাকবে শিয়ালদা থেকে ৷ আর একটি রেক রাখা হবে নামখানাতে ।
ভিড় সামলাতে একগুচ্ছ পদক্ষেপ রেলের
ভিড় পরিচালনা ও আইনশৃঙ্খলা রক্ষার জন্য আরপিএফ কর্মীরা জিআরপি এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখবেন। স্টেশনগুলিতে অতিরিক্ত টিকিট বুকিং কাউন্টার খোলা হবে। সমস্ত যাত্রীদের টিকিট দেওয়ার জন্য স্টেশনগুলিতে মোবাইল ইউপিএস পাওয়া যাবে। শিয়ালদহ স্টেশনের সমস্ত টিকিট কাউন্টার ১২ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত খোলা থাকবে। মেলার দিনগুলিতে যে কোনও পুণ্যর্থীকে তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা দেওয়ার জন্য চিকিৎসা সুবিধা থাকবে। সব স্পর্শকাতর জায়গায় সিসিটিভি ক্যামেরা বসানো হবে। শিয়ালদহে ২৮টি এবং নামখানায় ২২টি অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা বসানো হবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |