সহেলি মিত্র, কলকাতা: দুর্গাপুজোর আবহে রেল যাত্রীদের জন্য রইল দারুণ সুখবর। একদিকে যখন পুজোর আনন্দে বাচ্চা থেকে বয়স্ক সব স্তরের মানুষ আনন্দে মাতোয়ারা, তখন দুটি পুজো স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা করল পূর্ব রেল (Eastern Railway zone)। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আর এই স্পেশাল দুটি ট্রেন আসানসোল বিভাগে চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপর।
আসানসোল বিভাগে দুটি বিশেষ ট্রেনের ঘোষণা রেলের
পূর্ব রেলের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, মূলত দুর্গাপুজোর সময়ে স্থানীয় যাত্রীদের সম্ভাব্য অতিরিক্ত ভিড় সামাল দিতে আগামী ২৯ সেপ্টেম্বর, ২০২৫ থেকে ২ অক্টোবর, ২০২৫ অবধি অন্ডাল ও সিউড়ি এবং আসানসোল ও দুর্গাপুরের মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত দুই জোড়া মেমু প্যাসেঞ্জার ট্রেন চালাবে রেল।
দেখুন সময়সূচি ও স্টপেজ
এবার আসা যাক ট্রেন দুটির সময়সূচি এবং স্টপেজ সম্পর্কে। প্রথমেই আলোচনা করে নেওয়া যাক অন্ডাল-সিউড়ি-অন্ডাল পুজো স্পেশাল মেমু ট্রেন সম্পর্কে। ট্রেনটি দুপুর ১টা নাগাদ অন্ডাল জংশন থেকে ছেড়ে সেটি সিউড়ি ঢুকবে দুপুর ২:২০ মিনিট নাগাদ।
ফিরতি পথে ট্রেনটি বিকেল ৩:৩০ মিনিট নাগাদ সেটি সিউড়ি থেকে ছাড়বে এবং সেটি অন্ডাল জংশন ঢুকবে বিকেল ৪:৫০ মিনিট নাগাদ। যাত্রাকালে ট্রেনটি অন্ডাল থেকে ছেড়ে কাজোরাগ্রাম, সিদুলি, উখরা, পাণ্ডবেশ্বর, ভীমগড়া জং, পাঁচরা, দুবরাজপুর, চিনপাই, কচুজোড় এবং শেষে সিউড়ি ঢুকবে।
আসানসোল-দুর্গাপুর ট্রেনের স্টপেজ ও সময়সূচি
এবার জেনে নেওয়া যাক আসানসোল-দুর্গাপুর-আসানসোল ট্রেনের স্টপেজ ও সময়সূচি সম্পর্কে। আসানসোল জংশন থেকে মেমু ট্রেনটি সন্ধে ৭টা নাগাদ ছাড়বে এবং সেটি দুর্গাপুর ঢুকবে রাত ৭:৪২ মিনিট নাগাদ। এরপর ফিরতি পথে ট্রেনটি দুর্গাপুর থেকে ছাড়বে রাত ৯:৩০ মিনিট নাগাদ এবং সেটি আসানসোল ঢুকবে ১০:২৫ মিনিট নাগাদ। যাত্রাকালে ট্রেনটি দুপথেই কালীপাহাড়ি, রানীগঞ্জ, অন্ডাল জংশন, ওয়ারিয়া।