মালদা থেকে মুম্বই যাওয়ার ট্রেন, মিলবে কনফার্ম সিট! তালিকা জারি করল রেল

Published on:

malda town

শ্বেতা মিত্র, কলকাতাঃ সামনে রয়েছে দুর্গাপুজো। আর দুর্গাপুজোর সবার মানুষ কোথাও ঘুরতে যাবে না বা বাড়ি ফিরবে না এটা তো হতেই পারে না। সারা বছর ট্রেনের টিকিট মিললেও উৎসবের সময়গুলিতে ট্রেনের টিকিট পাওয়া আর ভগবানের দেখা পাওয়া যেন দুই সমান। উৎসবের সময় গুলিতে ট্রেনের কনফার্ম টিকিট পাওয়া যেন দুষ্কর হয়ে ওঠে। তবে চিন্তা নেই, এবার বড় রকমের চমক দিল পূর্ব রেল। এমনিতে যাত্রী সাধারণের সুবিধার কথা মাথায় রেখে কিছু না কিছু সব সময় করেই চলেছে ভারতীয় রেল। এবারও তার ব্যতিক্রম ঘটল না।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

পূর্ব রেলের ফেসবুক পোস্টে মাধ্যমে এমন একটি তথ্য দেওয়া হয়েছে যা দেখে খুশি হয়ে গিয়েছেন সকলে এখন আপনি নিশ্চয়ই ভাবছেন যে পূর্ব রেলের তরফে কি এমন জানানো হয়েছে তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির উপর। এবার পুজো স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। হ্যাঁ ঠিকই শুনেছেন।

আরও পুজো স্পেশাল ট্রেন চালাবে রেল

এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে কোন রুটে এবং কবে পুজোর সময়ে বিশেষ ট্রেন চালাবে রেল? জানা গিয়েছে, রেলের তরফে এমন এক সিদ্ধান্ত নেওয়া হয়েছেন যারপর বাংলা থেকে মুম্বাই এবং মুম্বাই থেকে বাংলা অনায়াসেই যাতায়াত করতে পারবেন সাধারণ মানুষ। জানা গিয়েছে, আগামী ২ অক্টবর থেকে ২৭ নভেম্বর, ২০২৪ অবধি প্রতি বুধবার বান্দ্রা টার্মিনাল থেকে মালদা টাউন অবধি বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

Train

অন্যদিকে ৫ অক্টবর থেকে ৩০ নভেম্বর, ২০২৪ অবধি মালদা টাউন থেকে বান্দ্রা টার্মিনাল অবধি প্রতি শনিবার একটি বিশেষ ট্রেন চালাবে রেল। আপ ডাউন মিলিয়ে ট্রেনটি ১৮ ট্রিপ করবে।

কখন ছাড়বে

ট্রেন নম্বর ০৯০২৭ বুধবার সকাল ১১:০০টা নাগাদ বান্দ্রা টার্মিনাল থেকে ছেড়ে মালদা টাউনের উদ্দেশ্যে রওনা দেবে। এরপর সেটি শুক্রবার বিকেল ১৬:৩০ নাগাদ মালদা টাউনে ঢুকবে। অপরদিকে ট্রেন নম্বর ০৯০২৮ মালদা টাউন স্টেশন থেকে শনিবার বিকেল ১৭:৩০ নাগাদ ছেড়ে বান্দ্রা টার্মিনালে সোমবার ১৮:১৫ মিনিটে ঢুকবে।

কোন কোন স্টেশনে থামবে

এবার আসা যাক ট্রেনটি কোন কোন স্টপেজে থামবে সে বিষয়ে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, যাত্রাপথে ট্রেনটি অভয়পুর, জামালপুর, সুলতানগঞ্জ, ভগলপুর, কাহালগাঁও, সাহিবগঞ্জ, বারওয়ারহাহ এবং নিউ ফারাক্কা। ট্রেনটিতে থাকবে ১৭, ৯০০ আসনের ব্যবস্থা। ফলে টিকিট নিয়ে চিন্তার দিন শেষ। এছাড়া থাকবে স্লিপার এবং এসি কোচ।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group