যাদের কাছে চার চাকা বা দু চাকা রয়েছে তাঁদের জন্য রইল বড় খবর। এবার থেকে গাড়ির নম্বর প্লেট দেখলেই নাকি বোঝা যাবে গাড়িটি কোন জেলার। হ্যাঁ ঠিকই শুনেছেন। মানুষের নানা জিনিস নিয়ে কৌতূহলের শেষ নেই। যেমন একটি বিষয় নিয়ে মানুষের অনেক প্রশ্ন। যার মধ্যে অন্যতম হল গাড়ির নম্বর প্লেট নিয়ে।
কোন জেলার গাড়ি রাস্তায় নেমেছে তা এবার থেকে বোঝা যাবে শুধুমাত্র নম্বর প্লেট দেখেই। এখন নিশ্চয়ই ভাবছেন কীভাবে? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর। একটা টোটকা রয়েছে যা দেখার পর আপনি অনায়াসেই জেনে নিএ পারবেন কোন জেলার গাড়ি রাস্তায় ছুটছে। বিভিন্ন রাজ্যের একটা নির্দিষ্ট কোড থাকে গাড়ির। এটিকে RTO Code বলা হয়। যেমন মহারাষ্ট্রের MH, দিল্লির DL, তেমনই বাংলার হল WB।
কীভাবে বুঝবেন
WB লেখার পর যে দুটি সংখ্যা থাকলে সেটিকেও RTO Code বলা হয়। যেমন 01-08 হল কলকাতা শহরে আরটিও কোড।
বাকি জেলাগুলির আরটিও কোড জানুন
দক্ষিণবঙ্গের ক্ষেত্রে 24 হল ব্যারাকপুরের, বর্ধমানের আরটিও কোড হল 41,42, 13 বা 14 হলে সেটি হবে উলুবেড়িয়ার আরটিও কোড, 30 হল তমলুকের আরটিও কোড, 97, 98 ডায়মন্ড হারবারের, কালনা জেলার আরটিও হল 43, 40 হল দুর্গাপুরের আরটিও কোড, বীরভূমের আরটিও কোড হল 53,54, নদীয়ার আরটিও কোড হল 51,52, 89, 90 কল্যাণীর, 95, 96 বারুইপুরের এবং 99 জয়নগরের RTO কোড। পুরুলিয়ার আরটিও কোড হল 55,56, বোলপুরের আরটিও কোড হল 47,48, 11 বা 12 হলে তা হবে হাওড়ার আরটিও কোড, 20 হল আলিপুরের আরটিও কোড, 16, 17,18 হল হুগলির আরটিও কোড, মেদিনীপুরের আরটিও কোড 33,34,36 এবং আসানসোলের আরটিও কোড হল 37,38,44।
এবার আসা যাক উত্তরবঙ্গের কথায়
দার্জিলিঙের আরটিও কোড 76, 77, 60 হল রায়গঞ্জের, 61, 62 বালুরঘাটের, আলিপুদুয়ারের আরটিও কোড হল 69, 70, 63, 64 হল কোচবিহারের, 65, 66 মালদার, 71, 72 জলপাইগুড়ির, 73, 74 শিলিগুড়ির, 78, 79 কালিম্পঙের।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |