পার্থ সারথি মান্না, কলকাতাঃ পশ্চিমবঙ্গে স্কুল সার্ভিস কমিশনে নিয়োগের দুর্নীতি সামনে আসার পর থেকে তদন্ত যত এগিয়েছে ততই জল ঘোলা হয়েছে। এপর্যন্ত একাধিক ব্যক্তিকে গ্রেফতারের পাশাপাশি কোটি কোটি টাকা উদ্ধার করা হয়েছে। তবে এবার নিয়োগ কেলেঙ্কারিতে যুক্তি থাকার অভিযোগে আরও দু জন গ্রেফতার হল কলকাতা এনফোর্সমেন্ট ডিরেক্টরের (Enforcement Directorate) কাছে।
SSC কেলেঙ্কারিতে ED-র হাতে গ্রেফতার ২
স্কুল সার্ভিস কমিশনের গ্রূপ সি ও গ্রুপ ডি পদের নিয়োগের মামলায় এবার গ্রেফতার দুই মধ্যস্থতাকারী। প্রসন্ন কুমার রায় ও তার প্রধান এজেন্ট চন্দন মন্ডলকে আগামী ২রা ডিসেম্বর পর্যন্ত ইডির হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হল কলকাতার বিশেষ আদালতের তরফ থেকে।
SSC গ্রুপ সি ও গ্রূপ ডি নিয়োগ কেলেঙ্কারি
বেআইনিভাবে অযোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়ার জন্য ভারতীয় ন্যায় সংহিতার ১৮৬০ ও দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৮৮ এর একাধিক ধারায় সিবিআই এর তরফ থেকে দুটি এফআইআর দায়ের করা হয়েছিল। এরপরেই শুরু হয় তদন্ত। তাছাড়া, CBI তার চার্জশিটে WBSSC এর আধিকারিক ও অন্যদের সাথে মিলে ৩৪৩২ জনকে বেআইনি নিয়োগ দেওয়ার সুপারিশ করেছিল বলে জানায়।
বাজেয়াপ্ত কোটি কোটি টাকার সম্পত্তি
ইডির তরফে ২৫শে অক্টোবর জানানো হয়েছিল প্রসন্নকুমার রায়, তার পরিবারের বিভিন্ন সদস্য ও মেসার্স দূর্গা ডিলকম প্রাইভেট লিমিটেডের নামে পিএও এর মাধ্যমে ১৬৩.২০ কোটির স্থাবর-অস্থাবর সম্পত্তি অস্থায়ীভাবে বাজেয়াপ্ত করা হয়েছিল।
এছাড়া শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতেও ১০ই এপ্রিল প্রসন্ন কুমার রায়, তাঁর পরিবার, পরিচিত ও বিভিন্ন কোম্পানির থেকে ২৩০.৬০ কোটি টাকার সম্পত্তি পিএওর মাধ্যমে যুক্ত করা হয়। অর্থাৎ সব মিলিয়ে প্রসন্ন কুমারের প্রায় ৩৯৩.৮০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি।