শ্বেতা মিত্র, কলকাতাঃ যত সময় এগোচ্ছে ততই রেশন দুর্নীতি কাণ্ডে একের পর এক বিস্ফোরক তথ্য সকলের সামনে তুলে ধরছে ইডি (Enforcement Directorate)। এবারও তার ব্যতিক্রম ঘটলো না। তবে এবার এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে যা বলা হয়েছে তা শুনলে হয়তো আঁতকে উঠবেন আপনিও। ED-র তরফে জানানো হয়েছে রেশন দুর্নীতিকাণ্ডে এক হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। আর এই দুর্নীতির কিংপিন হলেন বাংলা প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্ৰিয় মল্লিক!
১০০০ কোটি টাকার রেশন দুর্নীতি
রেশন দুর্নীতিকাণ্ডে আদালতে একটি চার্জশিট দাখিল করেছে ইডি। আর এই চার্জশিটে ইডির তরফে যে তরফে যা দাবি করা হয়েছে তা দেখে ও শুনে চমকে গিয়েছেন সকলে। ইডি অতিরিক্ত চার্জশিটে আরও চারজনের নামও নিয়েছে। এর পাশাপাশি অভিযুক্তদের সঙ্গে যুক্ত চারটি সংস্থার তথ্যও দিয়েছে ইডি। শনিবার ব্যাঙ্কশাল আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে অতিরিক্ত চার্জশিট জমা দেয় ইডি।
বর্তমানে এই মামলার শুনানি চলছে বিশেষ সিবিআই আদালতে। শনিবার আদালত বন্ধ থাকায় ইডি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে অতিরিক্ত চার্জশিট জমা দিয়ে তা বিশেষ সিবিআই আদালতে পাঠানোর অনুরোধ করে।
গ্রেফতার একাধিক
রেশন দুর্নীতি কাণ্ডে জড়িত থাকার অভিযোগে বেশ কিছু হেভিওয়েটকে গ্রেফতার করেছে। যার মধ্যে অন্যতম হলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, আনিসুর ও মুকুল। চার্জশিটে ইডি জানিয়েছে, আনিসুরদের চালকলের অ্যাকাউন্ট থেকে বিভিন্ন সময় জ্যোতিপ্রিয় মল্লিকের বিভিন্ন সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্তত ১.৫ কোটি টাকা গিয়েছে। এদিন যাদের বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছে তাদের মধ্যে রয়েছেন ২ জন রেশন ডিলারও।
চার্জশিটে ২৯ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ফাঁস
এর আগে চার্জশিটে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুর রহমান ও শংকর আঢ্যের নাম উল্লেখ করা হয়। যদিও গতকাল রেশন কেলেঙ্কারিতে চার্জশিটে মোট ২৯ জন ব্যক্তি ও সংস্থার নাম উল্লেখ করেছে ইডি। রেশন কেলেঙ্কারিতে ইতিমধ্যেই জ্যোতিপ্রিয় ও তাঁর ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবরকে গ্রেফতার করা হয়েছিল। ইডি আদালতে দাবি করেছিল যে প্রাক্তন খাদ্যমন্ত্রী বাকিবুর রহমান ভাইদের কাছ থেকে দেড় কোটি টাকারও বেশি পেয়েছিলেন।