হিন্দু পরিচয়ে আধার কার্ড বাংলাদেশ অনুপ্রবেশকারীদের! বাংলা, ঝাড়খণ্ডে তল্লাশিতে নামল ED

Published on:

ed

প্রীতি পোদ্দার, কলকাতা: রাত পোহালেই আগামীকাল ঝাড়খণ্ডে প্রথম দফার বিধানসভা নির্বাচন। রাজনীতির ময়দানে তাই শেষ মুহূর্তে নিজেদের প্রস্তুত করছে প্রত্যেকটি রাজনৈতিক দল। এদিকে এই ভোরের আবহে ফের ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির একাধিক নেতার মুখে উঠে এল বাংলাদেশ অনুপ্রবেশকারীদের নাম। এহেন পরিস্থিতিতে ভোট গ্রহণের আগের দিনই বাংলাদেশি অনুপ্রবেশের ভিত্তিতে দায়ের করা অভিযোগে সক্রিয় হয়ে উঠল ED।

বাংলাদেশ অনুপ্রবেশকারীদের ধরতে মাঠে নামল ED

WhatsApp Community Join Now

সূত্রের খবর, ED এই অভিযোগে ইতিমধ্যে তদন্তে নেমে বাংলা এবং ঝাড়খণ্ডের এর মধ্যে মোট ১৭টি জায়গায় তল্লাশি চালাতে তৎপর হয়ে উঠেছে। তবে এখনও পর্যন্ত কোনো গ্রেফতারির খবর পাওয়া যায়নি।

এদিকে গত সেপ্টেম্বর মাসে রাঁচির বারিয়াতু থানায় একটি আর্থিক তছরুপের FIR দায়ের হয়। যেখানে অভিযোগ করা হয়েছিল যে, বাংলাদেশি এবং রোহিঙ্গা মেয়েদের পাচার করা হচ্ছে ঝাড়খণ্ডে। তারা সকলেই বাংলাদেশী অনুপ্রবেশকারী। পুলিশের হাতে যাতে না পরে তাই তাদের সকলকে ভারতীয় পরিচয়পত্র দেওয়া হয়েছে। আধার কার্ড-সহ নানা বৈধ পরিচয়পত্র দেওয়া হয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হাতে।

আধার কার্ড সহ বৈধ পরিচয়পত্র অনুপ্রবেশকারীদের!

মেয়েদের পাচার করার অভিযোগের পাশাপাশি সিন্ডিকেট মোটা টাকার বিনিময়ে দীর্ঘদিন ধরে অনুপ্রবেশকারীদের হাতে বৈধ পরিচয়পত্র তুলে দেওয়ারও অভিযোগ উঠে এসেছে। আর সেই অভিযোগের ভিত্তিতেই মধ্যমগ্রাম-সহ রাজ্যের বেশ কিছু এলাকায় চলছে ED তল্লাশি। কিছুদিন আগে ভোটপ্রচারে গিয়ে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, “ রাজ্যে বিজেপি ক্ষমতায় এলেই এইসব বাংলাদেশ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে শাস্তি দেওয়া হবে।” এবং এই একই সুর শোনা গিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর মুখেও। তাই তদন্তের ওপর বেশ করা নজর রাখছে সকলেই।

সঙ্গে থাকুন ➥