Indiahood-nabobarsho

মেডিক্যালে ভর্তির নামে বিরাট দুর্নীতি! সাতসকালে বাংলার একাধিক জায়গায় হানা ED-র

Published on:

ED Raid In Kolkata

প্রীতি পোদ্দার, কলকাতা: দুর্নীতির বেড়া জাল যেন ছড়িয়ে পড়েছে রাজ্য জুড়ে। শিক্ষা থেকে শুরু করে চাকরি, রেশন ব্যবস্থা কোনোটাই বাদ যায়নি। এমনকি গত কয়েক বছর ধরে NRI কোটায় মেডিক্যালে ভর্তি সংক্রান্ত দুর্নীতি নিয়েও তোলপাড় রাজ্য। কয়েক মাস আগে এই দুর্নীতি সংক্রান্ত ঘটনায় কলকাতার যাদবপুরের একটি বেসরকারি মেডিক‍্যাল কলেজ-সহ রাজ্যের প্রায় ১৮টি বেসরকারি মেডিক‍্যাল কলেজে হানা দিয়েছিল ED। সেখান থেকে উদ্ধার হয়েছিল ভর্তি সংক্রান্ত নানা নথি। আর এই আবহে এবার ফের মেডিক্যালে ভর্তি সংক্রান্ত দুর্নীতি মামলায় তদন্তের অভিযানে নামল ইডি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

সকাল সকাল ED-র হানা শহরে

সূত্রের খবর, আজ অর্থাৎ মঙ্গলবার, সাতসকালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শহরের একাধিক জায়গায় মেডিক্যালে ভর্তি সংক্রান্ত ঘটনায় তদন্তের উদ্দেশে হানা (ED Raid In Kolkata) দিয়েছে। নিউটাউন, বালিগঞ্জ-সহ কলকাতার একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকেরা। সব মিলিয়ে এইমুহুর্তে মোট চার-পাঁচ জায়গায় অভিযান চলছে। এই দূর্নীতি সম্পর্কে তদন্তকারীদের দাবি ছিল, অনাবাসী ভারতীয়দের জন্য সংরক্ষিত মেডিক্যাল কলেজের আসন মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিক্রি করা হচ্ছিল। উদ্ধার করা নথি গুলি যাচাইয়েই ভর্তি সংক্রান্ত নানা বেআইনি তথ্য প্রকাশ্যে এসেছে।

কোথায় কোথায় অভিযান?

এছাড়াও কোটি কোটি টাকার লেনদেন হয়েছে বলেও ইডির তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে। এইমুহুর্তের শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে, আজ সকালে বালিগঞ্জের বসন্ত রায় রোডের একটি আবাসনে পৌঁছে যায় তদন্তকারীদের একটি দল। পাশাপাশি নিউটাউনের সিই ব্লকের আবাসনে সৌরভ সাহা নামে এক ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি চালানো হয়। এ ছাড়া, অভিযান চলছে পার্ক সার্কাসের তারক দত্ত রোডেও। তদন্তকারীদের অভিযোগ এই দুর্নীতির জাল ছড়িয়েছে একাধিক বেসরকারি মেডিক্যাল কলেজ ও কোচিং সেন্টার পর্যন্ত।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ আগামীকাল মক ড্রিল, সাইরেন বেজে উঠলে কী কী করতে হবে? জানাল স্বরাষ্ট্রমন্ত্রক

প্রসঙ্গত, দেশজুড়ে বেসরকারি মেডিক্যাল কলেজগুলিতে মেডিক্যালে ভর্তির ক্ষেত্রে NRI অর্থাৎ ভারতীয় অনাবাসীদের কোটায় শিক্ষার্থী ভর্তিতে দুর্নীতির অভিযোগ উঠে এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে। আর তারই তদন্তে নেমে দেশের প্রায় ২৮টি মেডিক্যাল কলেজে হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এবার দেখার পালা আজকের ED অভিযানে এই মেডিক্যাল দুর্নীতি কাণ্ডে আর কী কী তথ্য উঠে আসে।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group