প্রীতি পোদ্দার, কলকাতা: ফের কলকাতার বুকে উদ্ধার হল টাকার পাহাড়! SIR আবহের মাঝেই ফের দুর্নীতির বিতর্কের অভিযোগ উঠল রাজ্যে। গতকাল অর্থাৎ মঙ্গলবার ভোর থেকে পুর-নিয়োগ দুর্নীতি মামলায় বেলেঘাটা-সহ কলকাতার বিভিন্ন প্রান্তে একযোগে তল্লাশি অভিযান শুরু করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (ED Raids In Kolkata)। আর সেই অভিযানেই এবার তারাতলায় ব্যবসায়ীর বাড়িতে খুঁজে পাওয়া গেল বিপুল অঙ্কের টাকা। মাথায় হাত সাধারণের।
ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার বিপুল টাকা
পুর নিয়োগ দুর্নীতি মামলায় গতকাল থেকেই তল্লাশি অভিযান চালাচ্ছে ED। আসলে পুর-নিয়োগ দুর্নীতি মামলায় বহু আগেই অয়ন শীল-সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল৷ ইডি সূত্রে খবর, ধৃতদের জিজ্ঞাসাবাদের পর বেশ কয়েকটি নতুন নাম এই মামলায় উঠে এসেছে ৷ সেই সূত্র ধরে নতুন করে তদন্তের জাল বিস্তার করেছে কেন্দ্রীয় সংস্থা । ইডি-র দাবি, পুর-নিয়োগ মামলার আর্থিক লেনদেন ও ঘুষের টাকার গতিপথ অনুসন্ধান করতেই গতকাল ফের অভিযান শুরু করে ED। এবার সেই রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত তারাতলার ব্যবসায়ীর বাড়ি থেকে প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা পাওয়া গিয়েছে। তবে এটাই শেষ নয়, এরপরেও টাকার পরিমাণ আরও বাড়তে পারে, কারণ টাকার গণনার কাজ এখনও করছে ED আধিকারিকরা।
ED অভিযান নিয়ে তরজা শাসকদলে
এর আগে চলতি মাসের শুরুতে মন্ত্রী সুজিত বসুর সল্টলেকের অফিসের পাশাপাশি তাঁর ছেলের রেস্তোরাঁতে হানা দিয়েছিল ইডি আধিকারিকরা । দীর্ঘক্ষণ ধরে চলে সেই তল্লাশি অভিযান । সেই সময় ইডির তৎপরতাকে ‘রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত’ বলে ব্যাখ্যা করেন শাসকদলের মন্ত্রী সুজিত বসু । দমকল মন্ত্রীর পাশাপাশি দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের বাড়িতেও সেদিন তল্লাশি চালানো হয় । পুর-নিয়োগ দুর্নীতির নথি ও আর্থিক লেনদেন সম্পর্কিত তথ্য উদ্ধার করতেই এই অভিযান বলে জানান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় মন্থার দাপটে তছনছ অন্ধ্রপ্রদেশ! একাধিক প্রাণহানি, নিখোঁজও বহু
উল্লেখ্য, আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। মুখ্যমন্ত্রীর সিংহাসন দখলের লড়াইয়ে সমস্ত রাজনৈতিক দলগুলি যেন ওত পেতে রয়েছে। আর এই ভোট যুদ্ধের প্রাক প্রস্তুতির মাঝেই রাজ্যে ফের ইডি-র তল্লাশি অভিযানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। যদিও প্রথম থেকেই শাসক শিবির তৃণমূল অভিযোগ করে আসছে যে, দলের নেতা-নেত্রীদের ভয় দেখাতেই কেন্দ্রীয় সরকার এভাবেই অভিযান চালাচ্ছে। এখন দেখার পালা পুর নিয়োগ দুর্নীতি মামলায় আর কী কী উল্লেখযোগ্য তথ্য উদ্ধার হয়।












