প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যে একাধিক দুর্নীতি কাণ্ডের ঘটনা উঠে আসছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে। এই আবহে বেশ কয়েক দিন ধরেই পাসপোর্ট জালিয়াতি (Fake Passport Case) নিয়ে তল্লাশি করছে ইডি। আর এবার সেই কাণ্ড এক নয়া মোড় নিল। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে এবার নাম উঠল পাকিস্তানির। জানা গিয়েছে, কলকাতায় বসেই জাল পাসপোর্ট তৈরি করত আজাদ মল্লিক নামের ওই যুবক। যা নিয়ে উত্তেজনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।
ঘটনাটি কী?
সূত্রের খবর, বিরাটি থেকে কিছুদিন আগে গ্রেফতার করা হয়েছিল আজাদ মল্লিককে। খাস কলকাতায় বসে জাল পাসপোর্ট চক্র চালাচ্ছিল ওই যুবক। আর সেই তথ্য সামনে আসার পর উদ্বিগ্ন প্রশাসনিক কর্তারা। প্রথমে মনে করা হয়েছিল, বিরাটি থেকে ধৃত এই ব্যক্তি আসলে বাংলাদেশি। কিন্তু পরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি জানায় যে আদতে আজাদ পাকিস্তানি। বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে তাঁর পরিচয় ভাঙিয়ে এসেছে। আর তাতেই শিয়রে উঠেছে প্রশাসন। কীভাবে একজন পাকিস্তানি কলকাতার বুকে বসে বাংলাদেশিদের জাল পাসপোর্ট বানিয়ে দিচ্ছিলেন এতদিন!
মিলেছে একাধিক ড্রাইভিং লাইসেন্স!
ED সূত্রে জানা গিয়েছে ভারতে তার নাম ছিল আজাদ মল্লিক, পাকিস্তানে আজাদের নাম আজাদ হোসেন। প্রায় ১২-১৩ বছর পাকিস্তান থেকে বাংলাদেশ হয়ে সীমানা পার করে ভারতে ঢোকেন। তার জন্য তিনি নাকি প্রথমে একাধিক ডেরা বদল করে থাকছিলেন যাতে বেশি সন্দেহ না হয়। তল্লাশি করে আজাদের অনেক তথ্য পাওয়া গিয়েছে। যার মধ্যে ছিল একটি ভোটার কার্ড এবং একাধিক ড্রাইভিং লাইসেন্স। সেই লাইসেন্সও একাধিক পরিচয় বহন করেছে। পরিচয় বদলে এ দেশে ভিসার আবেদনও করেছিলেন। ২৫০টিরও বেশি ভুয়ো নথি আজাদ তৈরি করেছিলেন বলে তদন্তে জানতে পেরেছে কেন্দ্রীয় সংস্থা।
আপাতত ED-র হেফাজতে আজাদ!
সূত্রের খবর, ধৃত ওই ব্যক্তির নাম বাংলাদেশে আহমেদ হোসেন আজাদ নামে পরিচিত ছিল। এছাড়াও তাঁর চারটি জন্ম শংসাপত্রের হদিসও মিলেছিল ED র হাতে। বাংলা ভাষাও রপ্ত করেছেন আজাদ। এছাড়াও আজাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দু’কোটি ৬২ লক্ষ টাকা পাওয়া গিয়েছে। আর এবার ওই টাকা এখনও পর্যন্ত কোন ক্ষেত্রে ব্যবহার হয়েছে এবং সেই টাকার সঙ্গে দেশবিরোধী কাজের কোনও যোগ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে আগামী ৮ মে পর্যন্ত ইডি হেফাজতে রয়েছেন আজাদ।
আরও পড়ুনঃ ভারতের ‘সেভেন সিস্টার্স’ দখলের হুমকি দিয়েও বয়ান বদল! তড়িঘড়ি দায় ঝাড়ল ইউনূস সরকার
প্রসঙ্গত, ED-র তদন্ত সূত্রে জানা গিয়েছে আজাদের সঙ্গে এক মহিলার সঙ্গীর তথ্যও উঠে এসেছে। সম্ভবত ওই মহিলাকে বিয়ে করতে চেয়েছিলেন আজাদ। কিন্তু পাসপোর্ট মামলায় আজাদ গ্রেফতার হয়ে যাওয়ায় ওই মহিলার সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়ে যায়। সেসব জানতেই আজাদ সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করতে শুরু করেছে NIA।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |