SSC নিয়োগ দুর্নীতিকাণ্ডে বিরাট পদক্ষেপ ED-র, বাজেয়াপ্ত হোটেল, রিসর্ট সহ ১৬৩ কোটি

Published on:

ssc scam prasanna roy ed

শ্বেতা মিত্র, কলকাতাঃ যত সময় এগোচ্ছে ততই, এসএসসি দুর্নীতিকাণ্ডে (SSC Scam) একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে উঠে আসছে। এবারও সেটার ব্যতিক্রম ঘটল না। কিন্তু এবার যা জানা যাচ্ছে সেটি সম্পর্কে শুনলে হয়তো আপনারও পিলে চমকে যাবে। এবার এসএসসি নিয়োগ মামলায় ‘মিডলম্যান’ প্রসন্ন রায়ের ১৬৩ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি (ED)। হ্যাঁ ঠিকই শুনেছেন। আর এমনটাই জানিয়েছে ইডি। গত ফেব্রুয়ারি মাসেই পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ প্রসন্ন রায়কে গ্রেফতার করে ইডি। তবে এবার বিরাট পদক্ষেপ নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

বড় পদক্ষেপ ED-র

WhatsApp Community Join Now

ইডির তরফে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়েছে। আর এই পোস্টই কিনা বর্তমানে বাংলায় তীব্র শোরগোল ফেলে দিয়েছে। শনিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে, প্রসন্ন, তাঁর স্ত্রী কাজল সোনি রায়ের নামে থাকা সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। তালিকায় রয়েছে একাধিক হোটেল, রিসর্টও। বাজেয়াপ্ত করা মোট সম্পত্তির মূল্য ১৬৩ কোটি ২০ লক্ষ টাকা।

ইডি লিখেছে, ‘মিডলম্যান প্রসন্ন কুমার রায়, তাঁর স্ত্রী শ্রীমতি কাজল সোনি রায় এবং মেসার্স শ্রী দুর্গা ডিলকম প্রাইভেট লিমিটেডের নামে পশ্চিমবঙ্গ রাজ্যে WBSSC-এর আধিকারিকদের দ্বারা গ্রুপ ‘সি’ এবং ‘ডি’ স্টাফ রিক্রুটমেন্ট কেলেঙ্কারিতে ইডি, কলকাতা অস্থায়ীভাবে ১৬৩. ২০ কোটি টাকার হোটেল/রিসর্ট এবং স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। এটি প্রসন্ন কুমার রায় দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত একটি সংস্থা। এখনও পর্যন্ত এই মামলায় মোট বাজেয়াপ্ত করা হয়েছে ৫৪৪.৮ কোটি টাকা।’

২০২২ সালে গ্রেফতার পার্থ

আজ থেকে ২ বছর আগে এসএসসি নিয়োগে দুর্নীতির অভিযোগে বিপুল সোনা দানা, সম্পত্তি সহ রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী, শিখামন্ত্রীকে গ্রেফতার করে ইডি।শুধু তাই নয়, পার্থ-র বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে রীতিমতো টাকার পাহাড় উদ্ধার করে ইডি।

সঙ্গে থাকুন ➥