বাংলায় ৭ লক্ষ ভোটার কার্ড বাতিল করল ECI, আপনারটা ঠিক আছে? জানুন এভাবে

Published on:

election commission

প্রীতি পোদ্দার, কলকাতা: বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের অত্যাচারের ফলে বহু অনুপ্রবেশকারী জাল পাসপোর্ট নিয়ে বানাদেশে প্রবেশ করেছিল। যা নিয়ে ইতিমধ্যেই নানা সমস্যার মুখে পড়েছে প্রশাসন। আর এই আবহে আরও এক অভিযোগ উঠে এল পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে। আর এবার বিরোধীদের টার্গেট রাজ্যের ভোটার তালিকা। সম্প্রতি এই ভোটার তালিকা নিয়ে নানা অভিযোগ তুলেছে বিজেপি এবং সিপিএম। আর সেই সূত্র ধরেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে গিয়ে দেখা করে বিজেপির এক প্রতিনিধিদল।

তালিকা থেকে বাদ সাত লক্ষ ভোটারের নাম

WhatsApp Community Join Now

জানা গিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরে বিজেপি অভিযোগ জানায় যে, খসড়া ভোটার তালিকায় একই ব্যক্তির নাম দু’বার করে রয়েছে। শুধু তাই নয় মৃত ব্যক্তির নামও রয়েছে তালিকায়। তার উপর আবার বেশ কিছুদিন আগে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম এক জনসভায় জানান, জাল নথি দেখিয়ে বা ভুয়ো নামে ভোটার তালিকায় নাম উঠছে কি না, সে সব কিছু দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের। তাই এবার এই বিতর্কের আবহে আজই এ রাজ্যের নতুন ভোটার তালিকা প্রকাশ করল জাতীয় নির্বাচন কমিশন। উল্লেখযোগ্য বিষয় হল ২০২৫ সালের ১ জানুয়ারির হিসাব অনুসারে নতুন তালিকা থেকে বাদ গিয়েছে প্রায় সাত লক্ষ ভোটারের নাম এবং তালিকায় আবার যুক্ত হয়েছে ১০ লক্ষ ৭৮ হাজার নতুন ভোটারের নাম।

চুড়ান্ত তালিকার মধ্যে অনেক ত্রুটি

নির্বাচন কমিশন জানিয়েছে, খসড়া তালিকায় ভোটারের সংখ্যা ছিল ৭ কোটি ৬০ লক্ষ ১৪ হাজার ৭১৬ জন। কিন্তু সেই সংখ্যাই এবার চূড়ান্ত তালিকায় আরও বেড়ে হয়েছে ৭ কোটি ৬৩ লক্ষ ৯৬ হাজার ১৬৫ তে। এছাড়াও নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে চূড়ান্ত ভোটার তালিকায় পুরুষ ভোটারের সংখ্যা যেখানে ৩ কোটি ৮৭ লক্ষ ৯৩ হাজার ৭৪৩ সেখানে খসড়ায় সেই সংখ্যা দেখা গিয়েছে ৩ কোটি ৮৬ লক্ষ ১৪ হাজার ৩ জন। শুধু তাই নয় চুড়ান্ত তালিকায় মহিলা ভোটারের সংখ্যা যেখানে ৩ কোটি ৭৬ লক্ষ ৬১১, সেখানে খসড়ায় ছিল ৩ কোটি ৭৩ লক্ষ ৯৮ হাজার ৯২৭ জনে। অন্যদিকে চূড়ান্ত ভোটার তালিকায় তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা যেখানে ১,৮১১জন সেখানে খসড়ায় সেই সংখ্যা হয়েছিল ১,৭৮৬ তে। যার থেকে বোঝা যাচ্ছে বাংলার ভোটার তালিকায় অনেক ভুল তথ্য দেওয়া হয়েছিল।

কমিশনের তথ্য অনুযায়ী যাদের নাম বাদ দেওয়া হয়েছে তাদের অধিকাংশেরই মৃত্যু হয়েছে। এই রাজ্য থেকে অন্যত্র চলে দিয়েছে এমন ভোটারের সংখ্যা প্রায় ৩ লক্ষ। তাদের নামও বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি ৯ হাজারের কিছু বেশি ভোটারের নাম তালিকায় দুই জায়গায় নথিভুক্ত করা ছিল। সেই নামগুলিও বাদ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি দিল্লিতেও আজ ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। কিছুদিন পরেই বিধানসভা নির্বাচন আর এই আবহে নতুন ভোটার তালিকা প্রকাশে খানিক ঘাবড়িয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। জানা গিয়েছে দিল্লিতে ভোটারের সংখ্যা এইমুহুর্তে দাঁড়িয়েছে ১ কোটি ৫৫ লক্ষ ২৪ হাজাক ৮৫৮ জন।

আপনার ভোটার কার্ড ঠিক আছে নাকি জানবেন কীভাবে?

  • নিজের ভোটার কার্ডের বৈধতা জানার জন্য প্রথমে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যান।
  • হোম পেজে গিয়ে ‘Search Your Name in Electoral menu’-তে ক্লিক করুন।
  • ভোটার তালিকায় আপনার নাম সনাক্ত করতে, আপনি আপনার EPIC নম্বর বা ভোটার আইডি লিখতে পারেন। এরপর রাজ্য বেছে নিন এবং প্রদত্ত ক্ষেত্রে ক্যাপচা কোড লিখুন এবং ‘অনুসন্ধান করুন’ এ ক্লিক করুন।
সঙ্গে থাকুন ➥
X