SIR নিয়ে টানাপোড়েন! ভোটের আগে বাংলার হাজার BLO-কে শো-কজ নোটিশ নির্বাচন কমিশনের

Published:

SIR
Follow

সহেলি মিত্র, কলকাতা: বছর ঘুরলেই বাংলায় রয়েছে বিধানসভা। তারই মাঝে বড় ঘটনা ঘটে গেল বাংলায়। এমনিতেই ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে বাংলা তথা সমগ্র দেশ উত্তাল হয়ে রয়েছে। এরই মাঝে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় বাংলার প্রায় ১,০০০ বুথ-স্তরের অফিসার (BLO)-কে শো কোজ নোটিশ জারি করেছে। সূত্রের খবর, এই সমস্ত BLO-রা SIR-এর দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন। সংশ্লিষ্ট BLO-দের অব্যাহতি চাওয়ার কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে।

বাংলার BLO-দের শো কজ নোটিশ কমিশনের

কমিশন মাত্র কয়েকদিন আগে বিএলও নিয়োগ শুরু করেছে। কয়েকদিন আগে, রাজ্য মুখ্য নির্বাচনী কর্মকর্তার কার্যালয় তার সচিব বিনোদ কুমারকে জানিয়েছিল যে বেশ কয়েকটি জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা নির্বাচন কর্মকর্তার প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে অনেক শিক্ষক বিএলও নিয়োগপত্র গ্রহণ করছেন না। তাদের নিয়োগ না করার কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছিল।

এর আগে, একই কারণে বেশ কয়েকজন বিএলওকে শো কজ নোটিশ জারি করা হয়েছিল। নোটিশ পাওয়ার ৭২ ঘন্টার মধ্যে তাদের জবাব দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল। বিহারে SIR প্রক্রিয়া শেষ হয়েছে এবং এর পরপরই ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। কমিশন জানিয়েছে যে এই সার্ভেটি কেবল বিহারেই নয়, সারা দেশে পরিচালিত হবে। রাজ্যে এসআইআরের প্রস্তুতি পুরোদমে চলছে। সমস্ত জেলায় ভোটার তালিকা ম্যাপিং এবং আপলোড করার কাজ দ্রুত সম্পন্ন হচ্ছে।

আরও পড়ুনঃ SSKM হাসপাতালে ১৫ বছরের কিশোরীকে যৌন হেনস্থা, গ্রেপ্তার NRS-র অস্থায়ী কর্মী

ভোটার তালিকায় SIR নিয়ে সভা অনুষ্ঠিত হবে

সূত্রের খবর, ২০০২ সালের SIR তালিকা ম্যাপিংয়ের জন্য সর্বশেষ প্রকাশিত ভোটার তালিকার সাথে তুলনা করা হচ্ছে। ফলস্বরূপ, নির্বাচন কমিশন একের পর এক BLO-দের শো কজ নোটিশ জারি করা শুরু করেছে। ইতিমধ্যে, নির্বাচন কমিশন বুধবার এবং বৃহস্পতিবার সমস্ত প্রধান নির্বাচনী কর্মকর্তাদের (CEO) দিল্লিতে তলব করেছে। ভোটার তালিকায় SIR-এর উপর আলোকপাত করে একটি সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join