প্রীতি পোদ্দার, কলকাতা: কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে প্রায় এসএসসি (SSC) মামলায় ২৬,০০০ শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল করে দেয় শীর্ষ আদালত। নতুন করে শিক্ষক নিয়োগের নির্দেশ দেওয়া হয়। এদিকে রাজ্যের শিক্ষা ব্যবস্থার কথা ভেবে সেই রায়ের সংশোধন চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। আর্জি জানানো হয়েছিল যে রাজ্যের সরকারি এবং সরকার-পোষিত স্কুলের পড়ুয়ারা যাতে সমস্যায় না পড়ে, সেজন্য আপাতত চাকরিচ্যুত প্রার্থীদের স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হোক। আর সেই আবেদনেই সবুজ সংকেত দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।
৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরির নির্দেশ সুপ্রিম কোর্টের
গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এই বিষয়ে জানায়, যে শিক্ষকদের দাগি বা ‘টেন্টেড’ হিসেবে চিহ্নিত করা হয়নি, তাঁরা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন। কিন্তু এই নির্দেশ খাটবে না শিক্ষাকর্মীদের ওপর। শীর্ষ আদালতের তরফে জানানো হয়, গ্রুপ ‘সি’ এবং গ্রুপ ‘ডি’ কর্মীদের মধ্যে দাগি বা ‘টেন্টেড’ হিসেবে চিহ্নিত প্রার্থীর সংখ্যা অনেক বেশি। তাই শিক্ষাকর্মীদের সেই অনুমতি দেওয়া হচ্ছে না। এই নির্দেশ প্রকাশ্যে আসার পরেই গতকাল পার্ক সার্কাস থেকে মিছিল করে তৃণমূল ভবনে যান চাকরিচ্যুত শিক্ষাকর্মীরা। সেখানে দেখা করেন শিক্ষামন্ত্রীর সঙ্গে। এদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শীঘ্রই আইনি প্রক্রিয়া শুরু করা হবে বলে আশ্বাস দেন শিক্ষাকর্মীদের।
স্কুলে না যাওয়ার সিদ্ধান্ত চাকরিহারাদের
এদিকে গতকাল গুড ফ্রাইডে উপলক্ষে সমস্ত সরকারি কর্মসংস্থান সহ স্কুল কলেজ ছুটি ছিল। তাই আজ স্কুলে যোগদানের কথা ছিল চাকরিহারা শিক্ষকদের। কিন্তু সুপ্রিম কোর্ট নির্দেশ দিলেও আজ যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের চাকরিহারারা স্কুলে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রসঙ্গে চাকরিহারা শিক্ষক মেহেবুব মণ্ডল বলছেন যে, “আজ স্কুলে যাব না। আগামী সোমবার এসএসসি-র তরফ থেকে ‘যোগ্য’ ও ‘অযোগ্য’ তালিকা প্রকাশ করার কথা। সেই তালিকা প্রকাশ না হলে স্কুলে যাব না।” অন্যদিকে সংগঠনের আহ্বায়ক সঙ্গীতা সাহা বলেন, ‘আমরা ছ’মাসের চাকরির জন্য আন্দোলন করছি না। ৬০ বছর বয়স পর্যন্ত চাকরি করতে চাই। যতদিন না সসম্মানে স্থায়ী শিক্ষকের মর্যাদা পাচ্ছি ততদিন স্কুলে যাব না।’
আরও পড়ুনঃ ১ মে থেকে লাগু হচ্ছে ব্যাঙ্ক সংক্রান্ত নতুন নিয়ম, বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের
অন্যদিকে, গতকাল দিল্লির যন্তরমন্তরে অবস্থান ধর্না শেষে শহরে ফিরেছেন ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চে’র সদস্যরা। এসএসসি যেখানে নতুন নিয়োগের প্রস্তুতি চালাচ্ছে সেখানে দাঁড়িয়ে তাঁদের স্পষ্ট দাবি, ‘আমরা নতুন করে আর পরীক্ষায় বসব না। তা হলে সার্ভিস ব্রেক হবে। রাজ্য সরকার এবং SSC–র দুর্নীতির জন্য আমাদের নিয়োগ সঙ্কটে। তাই অবিলম্বে নিশ্চিত নিয়োগে রাজ্য সরকার আইনি পদক্ষেপ করতে হবে।’ জানা গিয়েছে আগামী মঙ্গলবার রাজভবনে মিছিল করা হবে চাকরহারাদের তরফ থেকে। তারপরে তাঁরা সিদ্ধান্ত নেবেন, স্কুলে যাবেন কি না।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |