শ্বেতা মিত্র, কলকাতা: বাংলার রেল যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বিশেষ উদ্যোগ নিল পূর্ব রেল (Eastern Railway zone)। এবার পূর্ব রেলের তরফে এমন এক উদ্যোগ নেওয়া হয়েছে যার ফলে সকলের যাত্রা এক কথায় মাখনের মতো মসৃণ হয়ে যাবে। আর লোকাল ট্রেন কিংবা অন্য কোনো ট্রেন ধরার জন্য যাত্রীদের হুড়োহুড়ি করতে হবে না। আসলে এবার হাওড়া বিভাগের ৪০টি স্টেশনের জন্য নয়া ব্যবস্থা করা হচ্ছে। বসানো হবে টিআইবি (TIB)।
স্টেশনগুলিতে বসবে TIB
এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে এই টিআইবি কী? তাহলে জেনে নিন ঝটপট। স্টেশন আধুনিকীকরণের উদ্যোগের অংশ হিসেবে, পূর্ব রেলওয়ে হাওড়া বিভাগের ৪০টি গুরুত্বপূর্ণ স্টেশনে ট্রেন ইন্ডিকেশন বোর্ড (TIB) স্থাপন করছে। এই TIB -র পূর্ণ কথা হল ‘ট্রেন সূচক বোর্ড’ বা ট্রেন ইন্ডিকেশন বোর্ড। টিআইবি স্থাপন করার ফলে ট্রেনের সময়সূচী, প্ল্যাটফর্ম নম্বর, ট্রেন বাতিল হওয়ার তালিকা সহ সব রিয়েল-টাইম তথ্য সহজেই জানতে পারবেন যাত্রীরা।
এই বোর্ডগুলি স্টেশনগুলির বিভিন্ন কৌশলগত পয়েন্টে স্থাপন করা হয়েছে এবং আগামী দিনে হবে, যাতে যাত্রীরা বিভ্রান্তি বা অপ্রয়োজনীয় ভিড় ছাড়াই গুরুত্বপূর্ণ ভ্রমণ আপডেটগুলি সহজেই পেতে পারেন। সুবিধার পাশাপাশি, এই উদ্যোগটি স্পষ্ট এবং সময়োপযোগী আপডেট প্রদানের মাধ্যমে যাত্রীদের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। TIBগুলি ভিড় পরিচালনা করতে, শেষ মুহূর্তের ভিড় কমাতে এবং প্ল্যাটফর্মে যানজট কমাতে সহায়তা করবে। এছাড়াও, ব্যস্ত ভ্রমণের সময় যাত্রীদের সুবিধা হবে বলে আশা করা হচ্ছে, যা একটি নিরাপদ এবং আরও সুসংগঠিত স্টেশন পরিবেশ তৈরি করবে।
তালিকায় রয়েছে এই স্টেশনগুলি
জানা গেছে, টিআইবি ইনস্টলেশন করা হয়েছে বেলমুড়ি, ডায়েরা, গুড়াপ, পাল্লা রোড, দাঁইহাট, ধাত্রীগ্রাম, খামারগাছি, পাটুলি, শ্রীরামপুর, রিশরা, কোন্নগর, শেওরাফুলি, বেলুর মঠ, লিলুয়া, হুগলি, অগ্রদ্বীপ, লক্ষ্মীপুর, ভান্ডারটিকুরী, বেলুরমঠ, বেলমুড়ি সহ স্টেশনগুলিকে কভার করার জন্য। ডুমুরদহ, কুন্তিঘাট, আরামবাগ, মায়াপুর, বাহিরখণ্ডা, সাঁইথিয়া, বোলপুর, পাকুড়, রামপুরহাট, মধুসূদনপুর, পোরাবাজার, শিবাইচণ্ডী, হাজিগড়, ঝাপানডাঙা, গোবরা, জনাই রোড, মির্জাপুর বাঁকিপুর সহ আরও কিছু এলাকা।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |