সহেলি মিত্র, কলকাতাঃ বিদ্যুতের বিল মেটাতে গিয়ে মাথায় হাত পড়ল এক ব্যক্তির। এমনিতে যত সময় এগোচ্ছে ততই প্রতারকরা কীভাবে সাধারণ মানুষকে ঠকিয়ে টাকা আদায় করা যায় তা নিয়ে নিত্য নতুন ফন্দি আঁটছে। এবারেও তাই হল। CESC-র নামে টাকা চেয়ে প্রতারণা করা হল পুরসভার এক অবসরপ্রাপ্ত কর্মীকে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।
CESC-র নামে টাকা চেয়ে প্রতারণা ব্যক্তিকে
জানা গিয়েছে, প্রতারণার শিকার হয়েছেন আমহার্স্টের বাসিন্দা রাণা বসু রায়চৌধুরী। ষাটোর্ধ্ব রাণা বসু চৌধুরী কলকাতা পুরসভার অবসরপ্রাপ্ত অফিসার। কয়েকদিন কয়েক আগে তাঁর কাছে সিইএসসির নামে এক ব্যক্তি ফোন করেন। কড়া সুরে তাঁকে বলেন পেমেন্ট করার পর তিনি কেন আপডেট করেননি। বছরে একবার করে আপডেট করা বাধ্যতামূলক। ফলে তিনি শেষ যে পেমেন্ট করেছেন সেটি রিসিভ হয়নি। এরপর ফোনে সেই ব্যক্তি-ই বৃদ্ধকে নির্দেশ দেন গুগল পে অ্যাকাউন্ট চেক করতে। সিইএসসির তরফে সেই টাকা ফেরত পাঠানো হচ্ছে। সেটি পেয়ে তিনি যেন পরে পেমেন্ট করে দেন।
তদন্ত শুরু পুলিশের
এরপর রাণা বসু চৌধুরী দেখেন তাঁর অ্যাকাউন্ট থেকে বেশ খানিকটা টাকা কেটে নেওয়া হয়েছে। ওই রাণাবাবু জানান, ফোনে ওই ব্যক্তির কথা মতো বৃদ্ধ গুগল পে অ্যাকাউন্ট চেক করেন। তবে ওই ব্যক্তিকে তিনি কোনও পাসওয়ার্ড বা কিছু-ই দেননি। কিন্তু ততক্ষণ ফোন ধরে ছিলেন ওই ব্যক্তি। বৃদ্ধ দেখেন, তাঁর অ্যাকাউন্টে কোনও টাকা আসেনি। কিন্তু লক্ষ্য করেন, তাঁর মোবাইল স্ক্রিনে CESC আপডেটিং দেখাচ্ছে। প্রায় এক থেকে দেড় মিনিট তা চলতে থাকে। কিছুটা সন্দেহ হওয়ায় এরপর ফোন বন্ধ করে দেন ওই বৃদ্ধ। তারপরই তিনি দেখেন, তাঁর অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গিয়েছে প্রায় ১ লক্ষ টাকা। স্বাভাবিকভাবেই মাথায় বাজ ভেঙে পড়ে ওই ব্যক্তির। খবর দেন পুলিশে।
আরও পড়ুনঃ বাংলার সবথেকে লং ডিস্টেন্স MEMU, লোকাল ট্রেনে করেই বারাণসী, ভাড়া মাত্র ১৫৫ টাকা
ইতিমধ্যেই এই ঘটনায় আমহার্স্ট থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। কোনওরকম লিঙ্ক ক্লিক না করে, পাসওয়ার্ড বা অ্যাপ ডাউনলোড না করেও অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় আতঙ্কিত তিনি। একদিকে যখন সরকারের তরফ থেকে কোনও অযাচিত লিঙ্কে ক্লিক না করতে বা ডাউনলোড না করার পরামর্শ দেওয়া হচ্ছে সকলকে, সেখানে এই ব্যক্তি কোনও কিছুতে ক্লিক না করেই কীভাবে প্রতারণার শিকার হলেন তা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে সকলের মধ্যে। অবাক হয়ে গিয়েছেন সাইবার বিশেষজ্ঞরাও। যাইহোক, পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে।
আপনিও এই ভুল করছেন না তো?
বলে রাখা ভালো। প্রতারকরা এখন নানান ফন্দি আঁটছে আপনার টাকা হাতানোর জন্য। কখনও গ্যাসের নাম করে, কখনও বিদ্যুতের নাম করে। তাঁরা আপনার Whatsapp নির্দিষ্ট একটি ফাইল পাঠিয়ে সেটিকে ডাউনলোড করতে বলে। আর তাঁদের এই কথা শুনলেই আপনি সর্বস্ব হারাবেন। তাই নিজেকে সুরক্ষিত রাখতে আরও সচেতন হন।