Indiahood-nabobarsho

ধর্মতলায় আর থাকবে না বাসস্ট্যান্ড! বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের, বিকল্প পার্কিং কোথায়?

Published on:

Esplanade

প্রীতি পোদ্দার, কলকাতা: ধর্মতলা (Esplanade) মানেই কলকাতার সবচেয়ে ব্যস্ততম রুট, আবার এক কথায় একে প্রাণকেন্দ্রও বলা যায়। কারণ দিন রাত এখানকার রাস্তাঘাট দিয়ে বাস, গাড়ির যাতায়াত লেগেই থাকে। অফিসপাড়া থেকে শুরু করে নানা জায়গায় যাতায়াতের মধ্যবর্তী এলাকা এই ধর্মতলা বা এসপ্ল্যানেড। তবে এবার এই এসপ্ল্যানেড বা ধরমতলা থেকে বাস স্ট্যান্ড সরানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বাস স্ট্যান্ড সরানোর নির্দেশ হাইকোর্টের

আর কিছুদিন পরেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর সম্প্রসারণ এবং ভবিষ্যতে তিনটি মেট্রোর সংযোগস্থল হিসেবে ধর্মতলার গুরুত্ব বেশ বাড়তে চলেছে। এদিকে এই আবহে রাস্তাঘাটে আরও ট্রাফিক জ্যামের সমস্যা বাড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। সঙ্গে দূষণ তো রয়েছেই। তাই সেই সবকিছু মাথায় রেখেই এবার বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে ধর্মতলা থেকে বাস স্ট্যান্ড সরানোর। তার জন্য শীঘ্রই রাজ্য সরকারকে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছে।

এদিকে হাইকোর্টের নির্দেশ এবং পরিবেশের স্বার্থের উদ্যোগে জোরকদমে নয়া পার্কিং পরিকল্পনা নিয়ে রাইটসের তরফে সমীক্ষা করা হয়েছে। এবং তখনই ওই সমীক্ষা রিপোর্টে উঠে এসেছে যে ধর্মতলায় বহু ঐতিহাসিক ভবন এবং পর্যটন কেন্দ্র রয়েছে। তাই সেখানে বড় প্রকল্প গড়ে তোলা বেশ কঠিন। তাই বিকল্প পথ হিসেবে তারা মাল্টি লেভেল কার পার্কিং করার পরামর্শ দিচ্ছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

নয়া পার্কিং নিয়ে বৈঠক

যদিও ইতিমধ্যেই ধর্মতলায় মাল্টি লেভেল কার পার্কিং তৈরির প্রস্তাব নিয়ে পরিবহন, পূর্ত, কলকাতা পুলিশ, কলকাতা পুরসভা এবং কেএমডিএ-র সঙ্গে একাধিক বৈঠক হয়েছে। বুধবার কলকাতা পুরসভার কনফারেন্স রুমে মেয়র ফিরহাদ হাকিমের নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী, পুলিশ কমিশনার মনোজ ভার্মা সহ আরআইটিইএস-এর প্রতিনিধিরা।

মাল্টি লেভেল পার্কিং এর পরিকল্পনা

জানা গিয়েছে এই বৈঠকেই রাইটস–এর পক্ষ থেকে মাল্টি লেভেল পার্কিংয়ের নকশা পেশ করা হয়েছিল। যেখানে ওই নকশায় দেখানো হয়েছে যে, ধর্মতলায় বাস পার্কিং করার ক্ষেত্রে ব্যবহার করা হবে এই পার্কিংয়ের বেসমেন্ট। সেখানে বাসগুলি অস্থায়ীভাবে থামতে পারবে। তাতে যাত্রীরাও বেশ উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। আর এই পরিকল্পনা বাস্তবের রূপ নিলে একদিকে যেমন পার্কিং এর জায়গার সঙ্কট কেটে যাবে। ঠিক তেমনই অন্যদিকে শহরে দূষণের মাত্রাটাও কমবে।

রুফটপ রেস্তরাঁ নিয়ে জরুরি বৈঠক

এছাড়াও ওই বৈঠকের মাধ্যমে জানা গিয়েছে এই প্রকল্পের জন্য ৪৫০ কোটি টাকা ব্যয় হবে। এই প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম এদিন বলেন, ‘ধর্মতলা এলাকায় বাস স্ট্যান্ড কীভাবে সরানো যায় ও এলাকাটি কীভাবে উন্নয়ন করা যায়, তা নিয়ে রাইটস একটি বিস্তারিত প্রেজেন্টেশন দিয়েছে। আগামীদিনে আরও বৈঠক করে সিদ্ধান্ত চূড়ান্ত হবে।’ এদিকে এদিনের বৈঠকে যে শুধুই ধর্মতলার বাস স্ট্যান্ড নিয়েই হয়েছে তা নয়, এছাড়াও কলকাতার রুফটপ রেস্তরাঁ নিয়েও হয়েছে বৈঠক।

আরও পড়ুনঃ UPI অতীত, ১০ মে থেকে ক্যাশ ছাড়া আর মিলবে না পেট্রোল, ডিজেল! নয়া নিয়ম

কলকাতা পুরসভা সূত্রে খবর, রাইটস–এর সঙ্গে বিভিন্ন মতবাদ এবং আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ভবিষ্যতে কলকাতায় রুফটপ বা বেসমেন্টে নতুন করে কোনও রেস্তোরাঁ অথবা ক্যাফে খোলার অনুমতি দেওয়া হবে না। এই বিষয়ে কলকাতা পুরসভা একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) তৈরি করেছে। ইতিমধ্যেই সেটা মুখ্যসচিবের দফতরে পাঠানো হয়েছে।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group