সময়ের আগেই গড়াবে চাকা, কবে শুরু হচ্ছে শিয়ালদা-এসপ্ল্যানেড মেট্রো? চলে এল গরম খবর

Published on:

sealdah esplaned metro

শ্বেতা মিত্র, কলকাতাঃ শিয়ালদা থেকে এসপ্ল্যানেড অবধি কবে মেট্রো (Sealdah Esplaned Metro) ছুটবে? এই প্রশ্ন সকলের। এমনিতে যত সময় এগোচ্ছে ততই সকলের যাতায়াত ব্যবস্থাকে আরও মাখনের মতো মসৃণ করে তুলেছে কলকাতা মেট্রো।

WhatsApp Community Join Now

বর্তমান সময়ে কলকাতা শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য আর ঘন্টার পর ঘন্টা বাসের জন্য কিংবা ট্রেনের জন্য দাঁড়িয়ে থাকতে হয় না সাধারণ মানুষকে। কারণ সকলের জন্য রয়েছে মেট্রো পরিষেবা, এখন কলকাতার শহরের বিভিন্ন প্রান্তের ছুটে চলেছে একটার পর একটা মেট্রো। শুধু তাই নয়, আগামী দিনে আরো মেট্রো পরিষেবা বাড়ানো হবে বলে আশ্বাস দিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। তবে এরই মাঝে প্রকাশ্যে এল শিয়ালদা এবং এসপ্ল্যানেড রুটে মেট্রো পরিষেবার বিরাট বড় আপডেট। শিয়ালদা এবং এসপ্ল্যানেড রুটে মেট্রো পরিষেবা কবে শুরু হবে তা নিয়ে কিছুটা ইঙ্গিত মিলল।

শিয়ালদা-এসপ্ল্যানেড রুটে মেট্রো পরিষেবা | Sealdah Esplaned Metro |

আগে শোনা গিয়েছিল যে এই শিয়ালদা এবং এসপ্ল্যানেড রুটে মেট্রো মেট্রো পরিষেবা শুরু হতে এখনো বেশ খানিকটা সময় রয়েছে। এর কারণ অবশ্যই হল বউবাজারের একের পর এক বিপর্যয়। ২০২৪ সালের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা শেষ হতে হতে আগামী ২০২৫ সালের পুজোর দিকে হয়ে যাবে। সেপ্টেম্বর- অক্টোবর মাসের দিকে এই রুটে মেট্রো পরিষেবা শুরু হবে বলে খবর মিলেছিল। তবে আচমকাই এমন এক আপডেট প্রকাশ্যে এলো যা শুনে মেট্রো যাত্রীদের খুশি আর ধরবে না। তবে এখন শোনা যাচ্ছে পাঁচ মাস আগেই অর্থাৎ মে মাসের দিকেই গোটা অংশে পরিষেবা শুরু হয়ে যেতে।

ডেডলাইনের আগেই শিয়ালদা থেকে এসপ্ল্যানেড অবধি ছুটবে মেট্রো!

ইস্ট-ওয়েস্ট করিডরের (গ্রিন লাইন) একমাত্র অসমাপ্ত অংশ এসপ্ল্যানেড-শিয়ালদহ অংশের নির্মাণকাজ দ্রুত করেছে মেট্রো রেল। চলতি বছরের শেষের মধ্যে পশ্চিমমুখী (হাওড়াগামী) সুড়ঙ্গে এবং পূর্বমুখী (সল্টলেকগামী) সুড়ঙ্গে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের কাজ এ বছরের প্রথম সপ্তাহের মধ্যে শেষ করতে চায় সংস্থাটি।

হাওড়া ময়দান থেকে মহাকরণ পর্যন্ত চলছে মেট্রো। সূত্র উদ্ধৃত করে ওই রিপোর্টে জানানো হয়েছে, এসপ্ল্যানেড থেকে শিয়ালদা পর্যন্ত অংশে নির্মাণ কাজের জন্য পাওয়ার ব্লকের প্রয়োজন ছিল। সেজন্য পশ্চিমমুখী সুড়ঙ্গ দিয়ে স্বাভাবিক পরিষেবা প্রদান করা হচ্ছে না। যা দু’তিন মাস চলতে পারে। এই কাজ শেষ হয়ে গেলেই আর কোনো জটিলতা থাকবে না বলে খবর। অর্থাৎ আর সেই দিন দূরে নেই যখন এসপ্ল্যানেড থেকে একটা মেট্রোতেই আপনি শিয়ালদা পৌঁছে যেতে পারবেন।

সঙ্গে থাকুন ➥
X