প্রীতি পোদ্দার, কলকাতা: গত মঙ্গলবার বহু বছরের অপেক্ষার অবসান ঘটেছে। সফল ট্রায়াল রান হয়েছে মেট্রো রেকের। বৌবাজার পেরিয়ে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত প্রথম মেট্রো রেক চালানো হয়। তাই এই আবহে এবার হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা ফের চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে।
বর্তমানে এসপ্ল্যানেড-হাওড়া ময়দান রুটে দু’টি লাইনে মেট্রো চলাচল করে। একটি পূর্বমুখী সুড়ঙ্গ। এবং অন্যটি পশ্চিমমুখী সুড়ঙ্গ। দু’টি সুড়ঙ্গ ধরেই উভয় দিকে মেট্রো চলাচল করে। সম্প্রতি ট্রায়াল রানের জন্য সুড়ঙ্গের সম্পূর্ণ পথে মেট্রো চলছিল না। হাওড়া ময়দান থেকে মহাকরণ অবধি চলছিল। মেট্রো আবার ফিরেও যাচ্ছিল ওই পথে। অন্য সুড়ঙ্গে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান অবধি পুরো পথেই মেট্রো চলছিল। কিন্তু এবার সুড়ঙ্গের কাজ সম্পন্ন হওয়ায় এ বার পুরো রুটেই দুই সুড়ঙ্গ দিয়েই মেট্রো চলাচল করবে। উল্লেখযোগ্য বিষয় হল এবার যাত্রীদের সুবিধার্থে বৃদ্ধি পাচ্ছে মেট্রো পরিষেবাও।
বাড়তি সুবিধা প্রদান করা হচ্ছে মেট্রো পরিষেবায়!
সম্প্রতি মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, সুড়ঙ্গের কাজের স্বার্থে এত দিন হাওড়া ময়দান এবং এসপ্ল্যানেডের মধ্যে ১১৪টি পরিষেবা চলছিল। কিন্তু আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকে সেই সংখ্যা বেড়ে করা হচ্ছে ১৩০। এছাড়া এও জানানো হয়েছে, ‘পিক আওয়ারে’ অর্থাৎ সকাল ৯টা থেকে ১১টা, বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত মেট্রো ১২ মিনিট অন্তর চলবে। আর বাকি সময়ে তা চালানো হবে ১৫ মিনিট অন্তর। এবং রবিবারও মেট্রো পরিষেবা সংখ্যা বাড়ছে। এত দিন গ্রিন লাইন-২ এ ৪৬টি পরিষেবা চলত। এ বার থেকে তা বেড়ে হচ্ছে ৬২। হাওড়া ময়দান এবং এসপ্ল্যানেড— দুই স্টেশন থেকেই প্রথম মেট্রো ছাড়বে দুপুর ২টো ১৫ মিনিটে। আর শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯টা ৪৫ মিনিটে। দুই পরিষেবার মধ্যে সময়ের ব্যবধান থাকবে ১৫ মিনিট।
ধর্মতলা ও হাওড়া ময়দান স্টেশন থেকে বাড়তি পরিষেবা
এছাড়াও কলকাতা মেট্রোর তরফে বাড়তি পরিষেবা সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে স্পষ্ট জানানো হয়েছে, আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকে ধর্মতলা ও হাওড়া ময়দান স্টেশন থেকে বাড়তি পরিষেবা মিলবে। জানা গিয়েছে হাওড়া ময়দান স্টেশন থেকে সকাল ৭টায় প্রথম ট্রেনটি ছাড়া হয়েছিল। ধর্মতলা থেকেও প্রথম ট্রেন ছেড়েছিল সকাল ৭টায়। আর দুই স্টেশনেই রাত ৯টা বেজে ৪৫ মিনিট পর্যন্ত মেট্রো পরিষেবা মিলবে। অর্থাৎ হাওড়া ময়দান এবং ধর্মতলা স্টেশন থেকে রাত ৯টা বেজে ৪৫ মিনিটেই ছাড়বে শেষ ট্রেন।
আরও পড়ুনঃ মাধ্যমিক পাশেই রেলে ৩২০০০ এর বেশি শূন্যপদ, দেখে নিন আবেদনের পদ্ধতি
আগেই শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত থার্ড লাইন-এ বিদ্যুৎ সংযোগের কাজ সম্পন্ন করেছে মেট্রো। সেইমতো গত মঙ্গলবার রেক ট্রায়াল হয়। আপাতত আগামী কয়েকদিন এই রেক ট্রায়াল ক্রমাগত চলতে থাকবে। এরপর কমিশনার অফ রেলওয়ে সেফটি বা চূড়ান্ত ছাড়পত্র দিলেই মিলবে সুবিধা। মেট্রোর তরফে জানানো হয়েছে, চলতি বছরের মাঝামাঝি সময় থেকে পুরোদস্তুর মেট্রো পথে জুড়তে চলেছে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড।
বন্ধ থাকবে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডগামী মেট্রো
অন্যদিকে সিগন্যাল ব্যবস্থা বদলানোর জন্য ৮ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডগামী মেট্রো। সঙ্গে বন্ধ থাকবে আরও একটি রুট। সেটি হল শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা। মেট্রোর তরফে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, হাওড়া ময়দান থেকে দ্রুত সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা শুরুর জন্য আপাতত দেড় মাস এই লাইনে মেট্রো পরিষেবা বন্ধ রাখতে হবে।