শ্বেতা মিত্র, কলকাতাঃ মেট্রো (Kolkata Metro) যাত্রীদের জন্য রইল দারুণ সুখবর। এমনিতে যত সময় এগোচ্ছে ততই নিজেদের নিত্য নতুন পরিষেবা দিয়ে সাধারণ মানুষের মন জয় করছে কলকাতা মেট্রো। এবারও সেটার ব্যতিক্রম ঘটল না। যাত্রীদের ভিড় সামাল দিতে এবার অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো। হ্যাঁ ঠিকই শুনেছেন। গ্রীন লাইন ২-তে এবার অতিরিক্ত মেট্রো পরিষেবা মিলবে বলে জানা যাচ্ছে। আপনি যদি নিত্য মেট্রো যাত্রী হয়ে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনটি ঝটপট করে ফেলুন।
বাড়তি মেট্রো চালানোর সিদ্ধান্ত
এমনিতে ২০২৪ সালের মার্চ মাসে উদ্বোধন হওয়ার পর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটে যাত্রীদের সংখ্যা হু হু করে বেড়েই চলেছে। এই মেট্রো রুটের সবথেকে বড় আকর্ষণ হল গঙ্গার নিচে দিয়ে মেট্রো ছুটে চলেছে মাসের পর মাস ধরে আর এই নিয়ে সাধারণ মানুষের মধ্যে উত্তেজনার শেষ নেই। এদিকে এই মেট্রো রুটে যাত্রীদের ভিড় রীতিমতো উপচে পড়ছে। এই রুটে ভিড় সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষকে। এহেন অবস্থায় এই রুটে এবার অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হল। ফলে আগামী দিনে সুবিধা হবে হাজার হাজার নিত্য মেট্রো যাত্রীদের।
কমানো হবে মেট্রোর সময়ের ব্যবধান
হাওড়া ময়দান-এসপ্ল্যানেড রুটে ট্রেনগুলির মধ্যে ব্যবধান ২৪ মিনিট থেকে কমিয়ে ২০ মিনিট করা হবে। সংশোধিত ফ্রিকোয়েন্সি বজায় রাখতে আরও চালক মোতায়েন করা হবে। পূর্বমুখী লাইনে অতিরিক্ত পরিষেবাগুলির জন্য পশ্চিমমুখী লাইনে ট্রেনগুলির অপারেশন সময় আরও কমিয়ে আনা হয়েছে। হাওড়া ময়দান থেকে পূর্বমুখী এসপ্ল্যানেডগামী প্রথম ট্রেনটি সকাল ৬টা ৫৫ মিনিটে এবং এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান সকাল ৭টা ১২ মিনিটে ছাড়বে।
তবে হাওড়া ময়দান থেকে মহাকরণ (পশ্চিমমুখী লাইন) পর্যন্ত প্রথম ট্রেনটি ছাড়বে সকাল ৯টা ৮ মিনিটে এবং মহাকরণ থেকে সকাল ৯টা ২০ মিনিটে। পূর্বমুখী টানেলের শেষ ট্রেনগুলি হাওড়া ময়দান থেকে রাত ৯টা ৪৬ মিনিটে এবং এসপ্ল্যানেড থেকে রাত ৯টা ৫৮ মিনিটে। তবে হাওড়া ময়দান থেকে পশ্চিমমুখী শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৮ মিনিটে এবং মহাকরণ থেকে রাত ৯টা ২০ মিনিটে।
এখনো কাজ চলছে এসপ্ল্যানেড-শিয়ালদা রুটে
ইস্ট ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড-শিয়ালদহ সেকশন এখনও অসম্পূর্ণ থাকায় হাওড়া ময়দান-এসপ্ল্যানেড বা গ্রিন লাইন ২-এর পূর্ব ও পশ্চিমমুখী টানেল থেকে দু’দিকেই ট্রেন চলাচল করে। করিডরটি বিচ্ছিন্ন অংশে (হুগলি নদীর মাধ্যমে হাওড়া ময়দান-এসপ্ল্যানেড এবং শিয়ালদহ-সেক্টর ৫) চলে। গত সোমবার থেকে অসম্পূর্ণ অংশে কাজের গতি বাড়াতে পশ্চিমমুখী লাইনে কাজ শুরু হয়। এই লাইনের ট্রেনগুলি এসপ্ল্যানেডের পরিবর্তে মহাকরণে শেষ হচ্ছে। পশ্চিমমুখী টানেলে সোমবার থেকে ৭৪টির পরিবর্তে ৬৮টি পরিষেবা দেওয়া হবে। হাওড়া ময়দান-এসপ্ল্যানেডের পুরো ৪.৮ কিলোমিটার অংশের চাহিদা বর্তমানে ছেঁটে ফেলা হাওড়া ময়দান-মহাকরণ সেকশনের চেয়ে অনেক বেশি। তাই ভিড় সামলাতে অপারেশন সংশোধন করা হচ্ছে।