Indiahood-nabobarsho

TTE-র বেশে ওরা দেখছে টিকিট, নিচ্ছে জরিমানাও! হাওড়া স্টেশনে বিরাট জালিয়াতির পর্দাফাঁস

Updated on:

fake tte howrah

সহেলি মিত্র, কলকাতা: হাওড়া স্টেশন… এশিয়ার অন্যতম ব্যস্ত এক স্টেশন। এই স্টেশনের ওপর দিয়ে প্রতিদিন হাজার হাজার ট্রেন, লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করছেন। তবে এবার এই হাওড়া স্টেশনেই এমন একটি ঘটনা ঘটল যা সবাইকে অবাক করে রেখে দিয়েছে। খড়গপুর ডিভিশনের বাণিজ্যিক বিভাগের কর্মীদের তৎপরতায় পাকড়াও হল ভুয়ো টিকিট পরীক্ষককে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আর এই ঘটনার ফলে রেলে জাল নিয়োগ চক্রের বিষয়টিও সামনে উঠে এলে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

হাওড়া স্টেশনে আটক ভুয়ো টিকিট পরীক্ষক

জানা গিয়েছে, রবিবার রাতে হাওড়া নিউ কমপ্লেক্সে একটি সন্দেহভাজন জাল রেলওয়ে নিয়োগ চক্রের রহস্য ফাঁস হয়েছে। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যখন সিটিআই/ইনচার্জ দেবদুলাল ভট্টাচার্য এবং তার দল টিকিট চেকিং কর্মীদের পোশাক পরা একজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পান। জিজ্ঞাসাবাদের পর, রৌনিত রাজ শ নামে পরিচিত ব্যক্তি বৈধ পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হয়। ঘটনার সময়ে তাঁর পরনে ছিল রেলওয়ের আর পাঁচটা টিটিইর ছদ্মবেশে (Fake TTE)। সে যে ভুয়ো সেটা খালি চোখে দেখা রীতিমতো বোঝার উপায় ছিল না।

শুরু তদন্ত

পরবর্তী জিজ্ঞাসাবাদে জানা যায় যে রৌনিত প্রকৃত রেলওয়ে কর্মী ছিলেন না। সে একাধিক জাল আইডি কার্ড বহন করে বেরাচ্ছে। সে স্বীকার করেন যে এমন একটি দলের অংশ ছিলেন যারা হাওড়া এবং শিয়ালদহ স্টেশনে নিয়মিতভাবে এই ধরনের জালিয়াতিমূলক কার্যকলাপে লিপ্ত ছিল। আরও তদন্তে রেলওয়ে কর্মচারী পরিচয় দিয়ে ব্যক্তিদের জাল প্রশিক্ষণ এবং আইডি কার্ড প্রদানের ক্ষেত্রে জড়িত একটি বৃহত্তর চক্রের দিকে ইঙ্গিত পাওয়া যায়।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

পরবর্তী পদক্ষেপের জন্য সমস্ত আইনি প্রক্রিয়া এবং নথিপত্র অনুসরণ করে অভিযুক্তকে পূর্ব রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনীর (RPF) অফিসার-ইন-চার্জের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনার প্রতিক্রিয়ায়, সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার এবং পিআরও/খড়গপুর, নিশান্ত কুমার বলেছেন, “আমাদের দলগুলি এই ধরনের প্রতারণামূলক কার্যকলাপ সনাক্ত এবং প্রতিরোধ করার জন্য নিরলসভাবে কাজ করছে। সিটিআই/এইচডব্লিউএইচ টিমের দ্রুত পদক্ষেপ প্রশংসনীয় এবং সতর্কতা এবং সততার জন্য একটি মানদণ্ড স্থাপন করে।” এদিকে খড়্গপুর বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) কেআর চৌধুরী এই প্রচেষ্টার প্রশংসা করেছেন এবং এই ধরনের জালিয়াতি নির্মূল করার জন্য প্রতিরোধমূলক অভিযান জোরদার করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group