আরামবাগের পার্ক এখন সমাজ বিরোধীদের আড্ডা! চেয়ারম্যানকে জানিয়ে পাল্টা খেতে হল ধমক

Published:

Arambagh
Follow

প্রীতি পোদ্দার, আরামবাগ: সন্ধ্যে নামলে পার্কে শুরু হয়ে যায় অসামাজিক কাজ, চলে জুয়ার আসর! এমনকি পারিবারিক এই পার্ক আরামবাগ (Arambagh) পৌরসভার উদাসীনতার ফলে রীতিমত পরিণত হয়েছে রোমিও প্লেসে, যা নিয়ে স্থানীয়রা কঠোরভাবে চেয়ারম্যানের কাছে অভিযোগ জানালেও মেলেনি কোনও সুরাহা। বরং স্থানীয়দের দাবিকে রীতিমত কড়া ধমক দিয়ে দাবিয়ে দেওয়ার অভিযোগ ওঠে চেয়ারম্যানের বিরুদ্ধে। চাঞ্চল্যকর পরিস্থিতি এলাকা জুড়ে।

ঘটনাটি কী?

স্থানীয় রিপোর্ট অনুযায়ী গত বুধবার, আরামবাগ পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের তালারপার সংলগ্ন এক বোটিং পার্কে এক যুবকের জলে ডুবে মৃত্যু হয়, গোটা এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। বাসিন্দাদের অভিযোগ পৌরসভার উদাসীনতায় এই ঘটনাটি ঘটেছে। দীর্ঘদিন ধরেই তাঁদের অভিযোগ বোটিং পার্কে আলোর কোনও ব্যবস্থা নেই, সন্ধ্যা নামলেই পার্ক চত্বর পুরোপুরি অন্ধকারে ঢেকে যায়। যার ফলে এলাকায় নানা অসামাজিক কাজ চলে। শুধু তাই নয় এর আগে এই অন্ধকারে জলে ডুবে মৃত্যু হয়েছিল ২-৩ জনের। স্থানীয়দের দাবি আগে এই পার্ক পরিবারের সঙ্গে বিচরণ করার এক অন্যতম জায়গা ছিল, বাচ্চারা খেলাধুলো করতে পারত, কিন্তু এখন সেই সব উঠে গিয়েছে। গোটা পার্ক এক বাজে আড্ডাখানায় পরিণত হয়েছে।

পার্কের সুরক্ষা বজায় রাখার সিদ্ধান্ত স্থানীয়দের

আরামবাগ পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এই ঘটনা প্রসঙ্গে সেখানকার চেয়ারম্যান সমীর ভাণ্ডারকে একাধিকবার ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানানো হয়েছিল। জানা গিয়েছে স্থানীয়রা এর আগে লিখিত আবেদনের মাধ্যমে পার্ক সংলগ্ন এলাকায় ঝোপঝাড় কেটে ফেলার এবং আলোর ব্যবস্থা করার কথা জানিয়েছিলেন। কিন্তু বারংবার প্রতিশ্রুতি দিলেও সেটি বাস্তবের রূপায়িত করেনি পৌরসভা। শুধু তাই নয় চেয়ারম্যানের কাছে সকলে মিলে অভিযোগ জানাতে গেলে ধমক দিয়ে তাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ তোলে স্থানীয়রা। শেষে পৌরসভার ভরসায় বসে না থেকে তারা নিজ উদ্যোগে পার্কের সুরক্ষা বজায় রাখার জন্য নানা ব্যবস্থা গ্রহণ করেন।

আরও পড়ুন: রাজ্যে সাইবার হানা! আলিপুরদুয়ার জেলা পরিষদের সাইট হ্যাক করে হুমকি পাকিস্তানের

এদিকে আরামবাগের স্থানীয়দের অভিযোগ সম্পূর্ণ রূপে অস্বীকার করেছেন চেয়ারম্যান সমীর ভাণ্ডার। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, এলাকার নিরাপত্তার জন্য পৌরসভার সবসময় তৎপর। স্থানীয়দের অভিযোগ অভিযোগকে তিনি মাথায় রেখে এলাকায় আলোর ব্যবস্থা করার পাশাপাশি পার্ক সংলগ্ন চত্বর নিয়মিত পরিষ্কারের ব্যবস্থা নিতে চলেছেন। শুধু তাই নয় ওই চত্বরে রাতের অন্ধকারে যুবক-যুবতীদের যাতায়াতের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করতে চলেছেন। তবে পৌরসভার চেয়ারম্যানের ওপর ভরসা না করে এখন থেকেই পার্কের দায়িত্ব নিজেদের কাঁধে নিয়ে নিয়েছেন আরামবাগ পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join