ফাটল ছিল রেল লাইনে, কৃষকের বুদ্ধিতে রক্ষা পেল দার্জিলিং মেল

Published on:

darjeeling mail

সহেলি মিত্র, কলকাতাঃ বাংলায় যে হারে গরম বাড়ছে, সেখানে এখন কমবেশি অনেকেরই গন্তব্য পাহাড়। কেউ যাচ্ছেন সিকিম নয়তো দার্জিলিং তো আবার কেউ যাচ্ছেন দিঘা সমুদ্র সৈকতে। তবে এবার উত্তরবঙ্গগামী ট্রেনের সঙ্গে এমন এক ঘটনা ঘটে গেল যা ফের একবার সকলের মনে প্রশ্ন জাগিয়েছে, ট্রেনের ভ্রমণ করা আর সুরক্ষিত তো? আসলে জানা গিয়েছে, একটুর জন্য বড়সড় রেল দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে জনপ্রিয় ট্রেন দার্জিলিং মেল। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

দুর্ঘটনার মুখে দার্জিলিং মেল!

উত্তরবঙ্গে ঘুরতে যাওয়ার জন্য দার্জিলিং মেল হল সবথেকে সেরা ট্রেন। এই ট্রেনের জনপ্রিয়তা এতটাই যে সকলেই চান এই ট্রেনে করে উত্তরবঙ্গ ভ্রমণে যেতে। কিন্তু টিকিট সহজে মেলে না। যাইহোক, এবার এই ট্রেনকে ঘিরে এমন এক ঘটনা ঘটে গেল যা সকলকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে। জানা গিয়েছে, সোমবার জলপাইগুড়ি এবং হলদিবাড়ি স্টেশনের মধ্যে রেললাইনে একটি ফাটল দেখতে পাওয়ায় সম্ভাব্য রেল দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। স্থানীয় কৃষক দীপু রায় (৪০) এবং তাঁর ভাগ্নে অভিজিৎ রায় ফাটলটি দেখতে পান এবং সঙ্গে সঙ্গে কাশিয়াবাড়িতে রেলওয়ে সুরক্ষা বাহিনী (RPF) এর সাথে যোগাযোগ করেন। এদিকে জলপাইগুড়ি টাউন স্টেশনের আরপিএফ কর্মীরা ২৫ নম্বর পিলারের কাছে ফাটলের বিষয়টি নিশ্চিত করেছেন।

কেমন আছেন যাত্রীরা?

যদিও চিন্তার কিছু নেই, শিয়ালদহ-হলদিবাড়ি দার্জিলিং মেল আসার আগেই জরুরি মেরামত সম্পন্ন করা হয়েছিল রেলের উদ্যোগে। এই প্রসঙ্গে জলপাইগুড়ি টাউন স্টেশনের আরপিএফ ইন্সপেক্টর সোহান পাল সংবাদমাধ্যমকে বলেন, “খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে ছুটে গিয়ে কাশিয়াবাড়ি এলাকায় ফাটলটি দেখতে পাই। এই ঘটনার ফলে দার্জিলিং মেল অল্পের জন্য দুর্ঘটনা এড়াতে পেরেছে।” এদিকে ট্রেনের যাত্রীরাও সুরক্ষিত আছেন বলে খবর।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ PF-র তথ্য মিলবে এক মিনিটেই, দারুণ পরিষেবা আনল EPFO

রেল সূত্রে খবর, এই ঘটনার পর, দার্জিলিং মেল, নিউ জলপাইগুড়ি-হলদিবাড়ি প্যাসেঞ্জার এবং হলদিবাড়ি-নিউ জলপাইগুড়ি প্যাসেঞ্জার – তিনটি ট্রেনের গতি কমিয়ে দেওয়া হয়। রেলের বক্তব্য, “আমরা রেলপথের কাছাকাছি বাসিন্দাদের অনিয়মের বিষয়ে রিপোর্ট করার জন্য ক্রমাগত উৎসাহিত করি। এই সহযোগিতা আজ একটি সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে সাহায্য করেছে।” যদিও ফাটলের কারণ সম্পর্কে জানার জন্য রেল কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। স্থানীয় কৃষক দীপু রায়কে পুরস্কৃত করা হয়েছে বলে খবর।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group