সহেলি মিত্র, কলকাতা: পারিবারিক বিবাদের জেরে ভয়ঙ্কর মাসুল গুনতে হল এক ব্যক্তিকে। শেষমেষ বৌমার হাতে মর্মান্তিকভাবে খুন হতে হল শ্বশুরকে। শ্বশুরের অন্ডকোষ টিপে, কামড় দিয়ে খুন করার অভিযোগ উঠল নিজেরই পুত্রবধূর বিরুদ্ধে। বৃহস্পতিবার এমনই ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে পুরাতন মালদহের (Malda) সাহাপুর অঞ্চলের মাধাইপুর এলাকায়।
শ্বশুরের গোপনাঙ্গ কামড়ে খুনের অভিযোগ পুত্রবধূর বিরুদ্ধে!
পুলিশ জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম নুরু শেখ (৬৫)। খুনের অভিযোগ উঠেছে তারই পুত্রবধূ সুলতানা বিবির বিরুদ্ধে। ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত পুত্রবধূকে আটক করেছে পুলিশ। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। ছোট মেয়ের দীর্ঘদিন আগেই বিয়ে হয়েছে। বাকি দুই ছেলে বিয়ে করে তাদের ঘর সংসার নিয়ে পাশেই আলাদাভাবে বসবাস করে। কিন্তু বেশ কিছুদিন ধরেই বড় ছেলের স্ত্রী সুলতানা বিবির সঙ্গে তার শ্বশুরের পারিবারিক গন্ডগোল চলছিল।
অভিযোগ, সুলতানা বিবি শ্বশুরের জমির ওপর দীর্ঘদিন ধরে নজর ছিল এবং তা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিল। তবে জমি হস্তান্তরের ব্যাপারে মোটেও রাজি ছিলেন না নুরু শেখ। এবার পুরনো সেই আক্রোশ থেকেই গত বৃহস্পতিবার সুলতানা তার শ্বশুরের গোপনাঙ্গে আঘাত করে। গ্রামবাসীরা অভিযুক্ত গৃহবধূকে ধরে ফেলে। এরপর খবর দেওয়া হয় পুলিশকে।
তদন্ত শুরু পুলিশের
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মালদা থানার পুলিশ এবং অভিযুক্ত গৃহবধূকে গ্রেফতার করে। এদিকে ঘটনাটি জানাজানি হতে এতটাই ক্ষিপ্ত হয়ে ওঠেন যে, অভিযুক্তদের উপর চড়াও হন গ্রামবাসীরা। এমনকী, ওই গৃহবধূকে কিল, চড়, ঘুষি মারেন স্থানীয় মহিলাদের একাংশ। যাইহোক, পুলিশ এসে ওই মহিলাকে জনতার হাত থেকে উদ্ধার করে। শেষ পাওয়া খবর অনুযায়ী, ইতিমধ্যে মৃতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।