নিজের মেয়েকেই বিয়ে বাবার, ৫ মাসের গর্ভবতী কন্যা! জলপাইগুড়িতে বীভৎস কাণ্ড

Published:

victim
Follow

জলপাইগুড়িঃ রাজ্য তথা দেশজুড়ে চলছে নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ। আরজি কর কাণ্ডের পর গোটা দেশে চারিদিকে মোমবাতি মিছিল, প্রতিবাদ, অনশন দেখেছি আমরা। কিন্তু বিশ্বাস করুন, এক ফোঁটাও নারী নির্যাতন ও ধর্ষণ কমেনি। এমনকি দিনে দিনে তা বেড়েই চলেছে। আর এরই মধ্যে জলপাইগুড়ি থেকে প্রকাশ্যে এল এক বীভৎস, নারকীয় ঘটনা।

আল্লাহ’র স্বপ্নাদেশে মেয়েকে বিয়ে

জানা গিয়েছে, জলপাইগুড়ির কাশিয়াজোড়া গ্রামে ১৯ বছরের মেয়েকে বিয়ে করেছে তাঁরই ৩৭ বছর বয়সী বাবা! অভিযুক্ত দাবি করেছে, আল্লাহ’র স্বপ্নাদেশে এই কাজ করেছে সে। এই খবর জানাজানি হতেই গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শুধু বিয়েই নয়, ১৯ বছর বয়সী মেয়ে এখন ৫ মাসের অন্তসত্ত্বা। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

অভিযুক্ত এও জানিয়েছে যে, তাঁর স্ত্রী এই কাজে তাঁকে সমর্থন করেছে। পুলিশে অভিযোগ জমার পর অভিযুক্ত ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। নির্যাতিতার বাবা তথা স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু হয়েছে বলে খবর।

এই ঘটনা প্রকাশ্যে আসতেই স্থানীয় ইসলামিক সংগঠনগুলি মুখ খুলেছে। তাঁদের মতে এই কাজ ইসলামের বিশ্বাসের পরিপন্থী। আল্লাহ’র দোহাই দিয়ে কেই নিজের মতো কাজ করে গেলেই হবে না। এটা ধর্মের অবমাননা। পুলিশকে আইন মাফিক পদক্ষেপ নেওয়ারও আবেদন জানিয়েছে তাঁরা।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join