সহেলি মিত্র, কলকাতা: উৎসবের মরসুমে বাসযাত্রীদের জন্য রইল দারুণ এক সুখবর। দীর্ঘ কয়েক বছর ফের পুনরায় শুরু হল বন্ধ হয়ে যাওয়া বাস রুট। দীর্ঘ কয়েক বছর পর সোমবার থেকে ফের শুরু হল হাওড়ার রামরাজাতলা টু শিয়ালদার রাজাবাজার অবধি বাস (Ramrajatala Sealdah Bus) পরিষেবা। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। হাওড়ার রামরাজতলা এলাকা এবং কলকাতার রাজাবাজারের মধ্যে সরাসরি বাস পরিষেবা বেশ কয়েক বছর ধরে বন্ধ ছিল। যদিও সোমবার থেকে রাস্তায় ফের নামল এই রুটের বাস।
ফের শুরু হল রামরাজাতলা টু শিয়ালদা বাস
রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন মন্ত্রী অরূপ রায় বেলেপোলে আনুষ্ঠানিকভাবে এই পরিষেবার উদ্বোধন করেন। এই রুটের ইতিহাস দীর্ঘ। ২০০৩ সালে প্রথম অনুমোদন দেওয়া হয়েছিল, এটি ২৮ আসনের মিনিবাস ব্যবহার করে বছরের পর বছর ৯ নম্বর রুট হিসেবে চলাচল করত। ২০২০ সালে কোভিড-১৯ মহামারীর সময় পরিষেবাটি বন্ধ হয়ে যায় এবং এরপর কখনও পুনরায় চালু হয়নি। এবার আরও বড় ৪০ আসনের বাস এবং HB9 নম্বর দিয়ে এই রুটটি ফের একবার চালু করা হয়েছে। অর্থাৎ এবার থেকে আপনি HB9 নম্বর বাস ধরতে পারবেন হাওড়ার রামরাজাতলা থেকে শিয়ালদা যাওয়ার জন্য।
রামরাজাতলা-শিয়ালদা বাসের সময়সূচি?
প্রথম দিনে, ১২টি অনুমোদিত বাসের মধ্যে সাতটি বাস চলাচল শুরু করে, আগামী কয়েক দিনের মধ্যে আরও একটি বাস চলাচল শুরু হবে বলে আশা করা হচ্ছে। বাকি চারটি বাস চলতি মাসের শেষের দিকে কালীপুজোর আগে রাস্তায় নামার সম্ভাবনা রয়েছে। HB9 রুটের সাধারণ সম্পাদক সঞ্জীব পাত্রের মতে, বাসগুলি ১০-১২ মিনিটের ব্যবধানে চলাচল করবে। বেলেপোল থেকে পরিষেবা সকাল ৬টা থেকে রাত ৮.৩০ পর্যন্ত চলবে, রাজাবাজার থেকে প্রথম বাসটি সকাল ৮টায় এবং শেষটি রাত ৯.৪৫ টায় ছাড়বে।
আরও পড়ুনঃ ৪১৬ টাকার সেভিংসই করে দেবে কোটিপতি, পোস্ট অফিসের সেরা স্কিম
সাঁতরাগাছি মোড়, নোটুন রাস্তা, শ্যামশ্রী, মল্লিক ফাটক, হাওড়া ময়দান, হাওড়া স্টেশন, এমজি রোড, কলেজ স্ট্রিট এবং শিয়ালদহের মধ্য দিয়ে যাবে বাসটি। “এই সমস্ত বছর ধরে, হাওড়া থেকে রাজাবাজার বা কলেজ স্ট্রিট যাতায়াতকারী যাত্রীদের দুই বা তিনটি গাড়ি পরিবর্তন করতে হত। এমনকি রামরাজতলা থেকে হাওড়া ময়দান মেট্রো স্টেশন পর্যন্ত অল্প দূরত্বের জন্যও, যাত্রীদের প্রায়শই একাধিক টোটো পরিবর্তন করতে হত। এই পুনরুজ্জীবিত রুট ভ্রমণের সময় এবং খরচ উভয়ই কমাতে সাহায্য করবে,” জানালেন অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চ্যাটার্জি।