Indiahood-nabobarsho

মিলল ছাড়পত্র, এবার এসপ্ল্যানেড থেকে শিয়ালদা অবধি ছুটবে মেট্রো, কবে?

Published on:

esplanade to sealdah metro

সহেলি মিত্র, কলকাতাঃ কবে চালু হবে ধর্মতলা থেকে শিয়ালদা অবধি মেট্রো পরিষেবা? এখন এই প্রশ্ন সকলের মুখে মুখে। ইতিমধ্যে গ্রিন লাইনের (Green Line) মেট্রো পরিষেবা নিয়ে যাত্রীদের প্রত্যাশা দিনে দিনে বেড়েই চলেছে। হাওড়া ময়দান থেকে ধর্মতলা অবধি গঙ্গার নিচে দিয়ে ছুটছে মেট্রো। এরপর অন্যদিকে ফুলবাগান থেকে সেক্টর ৫ অবধি ছুটছে মেট্রো। এখন প্রশ্ন উঠছে, কবে একেবারে ধর্মতলা থেকে একটা মেট্রোতে চরে শিয়ালদা অবধি যেতে পারবেন যাত্রীরা? এই বিষয়ে এবার প্রকাশ্যে এল বড় আপডেট। মিলল ছাড়পত্র।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কবে ছুটবে ধর্মতলা থেকে শিয়ালদা অবধি মেট্রো?

এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ যাওয়ার এই মেট্রো রুট বউবাজারের হয়ে। উল্লেখ্য, ২০১৯ সালে বউবাজার এলাকায় মেট্রো টানেলের কাজ চলাকালীন হঠাৎ মাটি খসে পড়তে শুরু করে। এর ফলে বেশ কয়েকটি বাড়ি হেলে পড়েছে এবং কিছু বাড়িও ক্ষতিগ্রস্ত হয়। এরপরই মেট্রো কর্তৃপক্ষ তড়িঘড়ি করে ওই এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যায়। ওই রুটে মেট্রোর কাজও বেশ কয়েকদিন ব্যাহত ছিল। এরপর মেট্রো কর্তৃপক্ষ অত্যন্ত সতর্কতার সঙ্গে ওই এলাকায় কাজ শেষ করেন। যাইহোক, এই রুটে এখন ট্রায়াল রানও হয়ে গিয়েছে। ফলে সকলের প্রত্যাশা এখন কয়েক গুণ বেড়ে গিয়েছে। প্রশ্ন উঠছে, কবে এই রুটে পাকাপাকিভাবে মেট্রো চলা শুরু হবে?

আরও পড়ুনঃ ব্যাঙ্কের চাকরি ছেড়ে ৫০ লাখের Audi করে দুধ বিক্রি! বিরাট কীর্তি যুবকের

জানলে খুশি হবেন, এই রুটে মেট্রো চলাচলের ক্ষেত্রে আর কোনওরকম বাধা রইল না। মেট্রোর বড় কর্তার কাছ থেকে মিলল ছাড়পত্র। শিয়ালদহ থেকে বউবাজারের মধ্যে মেট্রো চালু করার ছাড়পত্র দিলেন কমিশনার অব রেলওয়ে সেফটি।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ কেন্দ্রের মালিকানা কমাতে বিরাট পদক্ষেপ! ২৭০ কোটির শেয়ার বিক্রি করল ইউকো ব্যাঙ্ক

মিলল ছাড়পত্র

মেট্রো সূত্রে খবর, সোমবার রাতে কলকাতা মেট্রো এবং ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে থাকা কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশন লিমিটেডের কাছে চূড়ান্ত ছাড়পত্র চলে আসে। বিইএমএল-নির্মিত রেকগুলিকে নতুন সফ্টওয়্যার দিয়ে আপগ্রেড করা হচ্ছে যা পুরো ১৬.৬ কিলোমিটার অংশে পরিচালনা করতে সহায়তা করবে। এদিকে নতুন রুটের ছাড়পত্রের ফলে আগামী দিনে সেক্টর ৫ থেকে হুগলি নদী হয়ে হাওড়া ময়দান পর্যন্ত ১৬.৬ কিলোমিটার যাত্রা শুরু করার দিনও খুব বেশি দূরে নয়।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group