সহেলি মিত্র, কলকাতাঃ দুর্যোগ কাটতেই নিজের চেনা ছন্দে ফিরতে শুরু করেছে উত্তরবঙ্গ (North Bengal Disaster)। বিশেষ করে দার্জিলিং, সিকিমের দিকে ফের একবার সাধারণ মানুষের পা পড়তে শুরু করেছে। এদিকে সাধারণ পর্যটকদের আনন্দকে দ্বিগুণ করতে ফের একবার খুলে দেওয়া হয়েছে টাইগার হিল, সান্দাকফুকে। আপনিও কি দার্জিলিং যাওয়ার প্ল্যান করছেন? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপর।
খুলল টাইগার হিল, সান্দাকফু
এমনিতে কয়েকদিন আগের লাগাতার একটানা বৃষ্টি, ধসের কারণে উত্তরবঙ্গের মানুষের জীবন যেন থমকে গিয়েছিল। এদিকে ভয়াবহ বিপর্যয়ের কবলে পড়ে ২৬ জনেরও বেশি মানুষের প্রাণহানি হয়েছে। এহেন পরিস্থিতিতে টাইগার হিল থেকে শুরু করে সান্দাকফু, রক গার্ডেন সহ বেশ কিছু জায়গায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক, চেনা ছন্দে ফিরছে সবকিছু, তাই সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে।
জানা গিয়েছে, ফের একবার ভিড় বাড়তে শুরু করেছে দার্জিলিং, কালিম্পং-এ। যদিও অনেকেই এখন প্রাণ সংশয় হতে পারে, এই আশঙ্কায় দার্জিলিং কিংবা কালিম্পং থেকে শিলিগুড়ি নেমে আসছেন। কিন্তু সেই নেমে আসার জন্য যে পর্যটকদের কী কী জিনিসের সম্মুখীন হতে হচ্ছে ভাবতেও পারবেন না। কথায় আছে না, কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। দার্জিলিং বা গ্যাংটক থেকে বাগডোগরা বিমানবন্দর বা শিলিগুড়ি পর্যন্ত গাড়ি ভাড়ায় চড়া দামে দাবি করা হচ্ছে বলে অভিযোগ।
গুরুতর অভিযোগ পর্যটকদের
একাধিক পর্যটক জানিয়েছেন, সাধারণ সময়ে যেখানে ৫-৬ হাজার টাকায় গাড়ি মিলত, সেখানে এখন সেই ভাড়া বেড়ে হয়েছে ১০ থেকে ১২ হাজার টাকা। এদিকে বাগডোগরা থেকে কলকাতা যাওয়ার বিমানের ভাড়াও আকাশছোঁয়া হয়ে গিয়েছে। জানলে অবাক হবেন, টিকিটের ভাড়া ১৫,০০০ টাকা অবধি বেড়ে দাঁড়িয়েছে। বন্ধ রয়েছে টয় ট্রেন পরিষেবাও। পর্যটন পরিস্থিতি নিয়ে আশ্বস্ত করেছেন রাজ্য ইকো ট্যুরিজম কমিটির চেয়ারম্যান রাজ বসু। তাঁর বক্তব্য, “এখন পাহাড়ে আটকে পড়ার মতো কোনও পরিস্থিতি নেই। সব রাস্তা খোলা। পর্যটকদের আমরা দার্জিলিং ও কালিম্পং ভ্রমণে আসার অনুরোধ জানাচ্ছি।”