১৫ বছরের অপেক্ষার অবসান, দু’সপ্তাহের মধ্যে কৃষ্ণনগর-আমঘাটা রুটে ছুটবে বহু ট্রেন

Published on:

Krishnanagar Amghata Rail Project

শ্বেতা মিত্র, কলকাতা: কৃষ্ণনগর-আমঘাটা রেল প্রকল্প (Krishnanagar Amghata Rail Project) নিয়ে প্রকাশ্যে এল বড় আপডেট। অবশেষে সকলের ইচ্ছেপূরণ হতে চলেছে বলে মনে হচ্ছে। এমনিতে বর্তমান সময়ে হয় জমিজট নয়তো অন্যান্য কারণে বাংলায় বহু রে প্রকল্পের কাজ আটকে রয়েছে। যার মধ্যে অন্যতম ছিল কৃষ্ণনগর-আমঘাটা রেল প্রকল্প। তবে আর চিন্তা নেই, কারণ শীঘ্রই এবার এই রেল লাইনের ওপর দিয়ে ট্রেন ছুটতে চলেছে বলে খবর। সবকিছু ঠিকঠাক থাকলে, আগামী ২ সপ্তাহের মধ্যেই এই রুটে ট্রেনের চাকা গড়াবে। এই বিষয়ে ইতিমধ্যেই বড় ইঙ্গিত দিয়েছে রেল। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

১৫ বছর পর এই রুটে ছুটবে ট্রেন

দীর্ঘ টানা ১৫ বছরের অপেক্ষার অবসান হতে চলেছে। দু’সপ্তাহের মধ্যেই কৃষ্ণনগর থেকে আমঘাটার মধ্যে ট্রেন চলাচল চালু হতে চলেছে। এই বিষয়ে বড় তথ্য দিয়েছেন শিয়ালদহের সিনিয়র ডিভিশনাল অপারেশন ম‌্যানেজার পঙ্কজ যাদব। তিনি জানিয়েছেন, ট্রেন চলাচলের উপযুক্ত হয়ে গিয়েছে ওই শাখা। কমিশনার অফ রেলওয়ে সেফটির সবুজ সংকেতও মিলেছে আগেই। এবার এই লাইনের ওপর। দিয়ে ট্রেন চলা শুধু সময়ের অপেক্ষা।

রেল সূত্রে খবর, আপাতত ওই শাখায় চারটি আপ ও চারটি ডাউন ট্রেন চলবে সারাদিনে। এই প্রস্তাবও অনুমোদন করে দিয়েছে রেল বোর্ড। ফলে ট্রেন চলাচল শুরু হয়ে যাবে দু’সপ্তাহের মধ্যেই বলে আশা করা যাচ্ছে।আগে কৃষ্ণনগর-আমঘাটা লাইনে ন্যারো গেজ লাইন দিয়ে ছোট ট্রেন ছুটত। যদিও ২০১০ সাল নাগাদ বন্ধ হয়ে যায় রেল পরিষেবা। সেই রেলপথকে ব্রডগেজে রূপান্তরিত করার পরিকল্পনা নিয়ে ছিলেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়। এবার অবশেষে সকলের সেই ইচ্ছেপূরণ হতে চলেছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ ভাঙবে উইনিং কম্বিনেশন, মুম্বইয়ে বিরুদ্ধে দলে দুটি বদল! কেমন হবে KKR-র একাদশ?

উপকৃত হবেন বহু মানুষ

২০২৪ সালের মার্চ মাসে কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত ৮ কিলোমিটারের সিঙ্গেল ব্রডগেজ লাইনের সিআরএস ইন্সপেকশন হয়। যার শুরুটা হয়েছিল কৃষ্ণনগর সিটি জংশন স্টেশন ইন্সপেকশনের মধ্য দিয়ে পরে মোটর ট্রলিতে গেটগুলো ও সমগ্র রেলট্রাক ও তার আনুষঙ্গিক বিষয়গুলো। যাইহোক, অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর কৃষ্ণনগর-আমঘাটা রুটে ট্রেন পরিষেবা শুরু হলে উপকৃত হবেন সাধারণ মানুষ।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group